৩ যুদ্ধাপরাধীর আপিল শুনানি ২১ নভেম্বর
প্রকাশিত : ১১:১৬, ১০ অক্টোবর ২০১৭ | আপডেট: ২০:২৭, ১০ অক্টোবর ২০১৭
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির মাওলানা আব্দুস সুবহান, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম ও সাবেক কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারের আপিলের শুনানি পিছিয়েছে। শুনানির জন্য ২১ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বাধীন পাঁচ বিচারকের আপিল বেঞ্চ এই তিন মামলার আপিল শুনানির জন্য ২১ নভেম্বর নতুন তারিখ ঠিক করে।
আজহার ও কায়সারের আপিল শুনানি মঙ্গলবার শুরু হওয়ার কথা ছিল। আর সুবহানের আপিল শুনানির জন্য ১৬ অক্টোবর দিন রাখা ছিল।
মঙ্গলবার আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন এবং রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
এমআর/এআর
আরও পড়ুন