৩ রানেই পাকিস্তানের ২ উইকেটের পতন
প্রকাশিত : ১৭:৫৫, ১৯ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ২০:৫৭, ১৯ সেপ্টেম্বর ২০১৮
স্কোর বোর্ডে মাত্র ২ রান যোগ করতেই পাকিস্তানি ওপেনার ইমামুল হককে প্যাভিলিয়নে ফেরত পাঠালেন পেশার ভুবনেশ্বর কুমার। এরপরই আরও একবার পাকিস্তান শিবিরে আঘাত হানলেন ভুবি। এবার ভুবির শিকার ফখর জামান। ভারত-পাকিস্তান দ্বৈরথের হাইভোল্টেজ ম্যাচে শুরুতেই পাকিস্তানের ব্যাটসম্যানদের চেপে ধরে ভুবি ও বুমরাহ।
প্রথম ওভারে ভুবনেশ্বর দু্ই রান দেওয়ার পর দ্বিতীয় ওভারে বুমরাহ এসেই নেন একটি ম্যাডেন ওভার। দ্বিতীয় ওভারে কোনো রান তুলতে না পারা ইমামুল তৃতীয় ওভারে এসেই মারতে চেয়েছিলেন। আর ভুবির বাউন্সার বল মারতে গিয়েই উইকেট রক্ষক মাহেন্দ্র সিং ধোনির তালুবন্দি হয়ে প্যাভিলিয়নে ফেরত যান ইমামুল। এরপর পঞ্চম ওভারে এসে আবারও আঘাত হানেন ভুবি। ব্যক্তিগত কোনো রান যোগ না করতেই প্যাভিলিয়নে ফেরত যান ফখর জামান।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নামার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ। এদিকে পাকিস্তানের বিপক্ষে জয় ভিন্ন কিছুই ভাবছে না ভারত, এমনটা আগেই ঘোষণা দিয়ে রেখেছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।
শেষ খবর পাওয়া পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৪ ওভার ৫ বলে ৩ রান।
এমজে