ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

৩ লাখ ৮৫ হাজার রোহিঙ্গার নিবন্ধন সম্পন্ন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৪, ৩ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

বাংলাদেশে এই পর্যন্ত লাখ ১৫ হাজার রোহিঙ্গা অনুপ্রবেশ করলেও এই পর্যন্ত মাত্র লাখ ৮৫ হাজার ৬৫৮ জনের নিবন্ধন সম্পন্ন করতে পেরেছে সরকার। কক্সবাজারের উখিয়া টেকনাফের ১২টি শরণার্থী শিবিরে ৭টি ক্যাম্পের মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন কাজ সম্পন্ন হচ্ছে।

পাসপোর্ট অধিদপ্তর এই নিবন্ধন কাজ বাস্তবায়ন করছে। এদিকে সমাজসেবা অধিদপ্তর ২৯ হাজার ২২ জন এতিম শিশুকে সনাক্ত করতে পেরেছে। এক তথ্যবিবরণীতে এমন তথ্য উঠে আসে।

এদিকে আবারও মিয়ানমার সীমান্তে শুরু হয়েছে রোহিঙ্গা ঢল।  কক্সবাজারের আঞ্জুমান পাড়া সীমান্ত দিয়ে গতকালও সহ¯্রাধিক রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। এছাড়া বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের জিরো লাইন এলাকায় বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে আরো কয়েক হাজার রোহিঙ্গা। কক্সবাজারের শরণার্থী শিবিরে ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের (আরআরআরসি) রিপোর্ট মোতাবেক ২৫ আগস্টের পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশে অনুপ্রবেশকারী মিয়ানমার নাগরিক সংখ্যা ৬ লাখ ১৫ হাজার। অনুপ্রবেশ অব্যাহত থাকায় এ সংখ্যা আরও বাড়ছে।

 

এমজে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি