ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

৩য় দফা উপজেলা নির্বাচনের প্রচার-প্রচারণ চলছে (ভিডিও)

প্রকাশিত : ১০:০৮, ২১ মার্চ ২০১৯ | আপডেট: ১০:৪৮, ২১ মার্চ ২০১৯

আগামী ২৪ মার্চ তৃতীয় দফা উপজেলা নির্বাচন সামনে রেখে চলছে প্রচার-প্রচারণা। নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। আওয়ামী লীগ প্রার্থীর পাশাপাশি বিভিন্ন উপজেলায় ভোটের মাঠে রয়েছেন একাধিক বিদ্রোহী প্রার্থী। এদিকে বরাবরের মতো ভোটাররা বলছেন, যোগ্য ও সৎ ব্যাক্তিকেই বেছে নিতে চান তারা।

চাঁপাইনবাবগঞ্জের ৪ উপজেলা শিবগঞ্জ, নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাটে চলছে নির্বাচনী প্রচারণা।

শিবগঞ্জে চেয়ারম্যান প্রার্থী চারজন। এরমধ্যে আওয়ামী লীগের ২ জন, জাসদের একজন এবং বিএনএফের একজন। জাসদ ও বিএনএফ’র চেয়ারম্যান প্রার্থীকে ভোটাররা আমলে না নিলেও, আওয়ামী লীগের প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম ও বিদ্রোহী প্রার্থী মহসিন আলির মুখোমুখি অবস্থান নিয়ে শংকায় আছেন তারা।

তবে সব প্রার্থীই দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি।

এবার দলীয় ব্যানারে নির্বাচন হলেও প্রতিন্দন্দ্বিতা করছেন একাধিক বিদ্রোহী প্রার্থী। 

এদিকে, নড়াইলের তিন উপজেলায় প্রচারণায় এগিয়ে লোহাগড়ার প্রার্থীরা। চেয়ারম্যান ছাড়াও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা।

ভোটারদের মন জয় করতে প্রার্থীরা ছুটে যাচ্ছেন বিভিন্ন এলাকায়। নৌকা প্রতীক প্রার্থীর পাশাপাশি মাঠে সরব বিদ্রোহীরাও।

তবে বরাবরের মতই ভোটাররা বলছেন, সৎ ও যোগ্য প্রার্থীকেই বিজয়ী করতে চান তারা।

বিস্তারিত দেখতে ভিডিওতে ক্লিক করুন :

এসএ/

 

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি