ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

৩০ অক্টোবরের মধ্যে লাইসেন্স নিতে হবে চাল ব্যবসায়ীদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩১, ২ অক্টোবর ২০১৭ | আপডেট: ১৭:৫৭, ২ অক্টোবর ২০১৭

আগামী ৩০ অক্টোবরের মধ্যে খাদ্য অধিদফতর থেকে চাল ব্যবসায়ীদের লাইসেন্স নেওয়ার সময় বেঁধে দিয়েছে সরকার। লাইসেন্স ছাড়া যারা চাল ও গমের ব্যবসা করছেন তাদের জন্য এ নতুন সময় বেঁধে দেওয়া হল।

এ সময়ের মধ্যে যারা লাইসেন্স নিতে পারবেন না তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সরকারের সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশণাও দেওয়া হয়েছে। সচিবালয়ে সোমবার মাঠ পর্যায়ের খাদ্য কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠক শেষে খাদ্যমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এরই মধ্যে নির্দিষ্ট সময়ের মধ্যে যেসব ব্যবসায়ী লাইসেন্স নেবেন না, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে জেলা খাদ্য নিয়ন্ত্রক (ডিসি ফুড) এবং অঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকদের (আরসি ফুড) নির্দেশ দিয়েছেন ।

সচিবালয়ে মাঠ পর্যায়ের খাদ্য কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠক শেষে খাদ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, ব্যবসায়ীদের লাইসেন্স নেওয়ার আহ্বান জানিয়ে আগামী ১০ অক্টোবরের মধ্যে নোটিস জারি করা হবে।

এছাড়া কোন ব্যবসায়ী কতটুকু চাল ও গম মজুদ রেখেছেন তা নীতিমালা অনুসারে ১৫ দিন পর পর সরকারের কাছে প্রতিবেদন দিয়ে জানানো বাধ্যতামূলক করা হয়েছে বলে জানান মন্ত্রী।

তিনি বলেন, খাদ্য কর্মকর্তারা এতদিন অজ্ঞতা বা অন্য কোনো কারণে মজুদ পরিস্থিতির এই প্রতিবেদনের বিষয়ে সচেতন ছিলেন না।

আরকে//এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি