ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

৩০ থেকে ৪০ এর কোঠাতেই হার্ট অ্যাটাক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১০, ৩০ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১২:৪১, ২ অক্টোবর ২০১৮

সাধারণ পঞ্চাশোর্ধ পুরুষদের হার্ট অ্যাটাকে আক্রান্ত হতে বেশি দেখা যায়। কিন্তু বর্তমান সময়ে ৩০ এবং ৪০ এর কোঠায় থাকা পুরুষদেরও হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ার চিত্র বেশ স্বাভাবিক। এমনকি নারীরাও আগের থেকে অনেক বেশি আক্রান্ত হচ্ছেন এই রোগে। বর্তমান সময়ের দৈনন্দিন ব্যস্ততা এবং ব্যাপক চাপে থাকা লাইফস্টাইলই এর জন্য দায়ী বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

ভারতের স্বাস্থ্য, পুষ্টি এবং ওয়াশ অব আইপিই গ্লোবালের জ্যেষ্ঠ্য কারিগরি উপদেষ্টা ড. দীনেশ আগারওয়াল বলেন, “২০১৬ সালে যতগুলো হৃদরোগের রোগী আমরা পেয়েছি তার ১৫ থেকে ২০ শতাংশই ইসচেমিক হৃদরোগ এবং স্ট্রোকের রোগী। ২০২৫ সালের মধ্যে নিরূপণ অযোগ্য রোগে মৃত্যুর সংখ্যা ২৫ শতাংশ কমিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বিশ্বস্বাস্থ্য সংস্থা”।

এছাড়াও একটি গবেষণায় দেখা গেছে, ভারতের জনগণের মধ্যে হৃদরোগে আক্রান্ত হওয়ার হার আগের থেকে ৮ থেকে ১০ বছর এগিয়ে এসেছে। এছাড়াও হৃদরোগে আক্রান্তদের ৪০ শতাংশই ৫৫ বছর বয়সের নিচে। ফরটিস এসকর্ট হার্ট ইন্সটিটিউট এবং রিসার্চ সেন্টারের কার্ডিওলজি বিভাগের প্রিন্সিপাল ড. ভিশাল রাস্তোগি বলেন, “বিশ্ব হার্ট দিবসে, হৃদরোগ এবং হৃদরোগ থেকে রক্ষা পেতে নিয়মিত চেকাপের প্রতি সবাইকে সচেতন করতে প্রচারণা চালাতে হবে। বিশেষ করে, ৩৫ বছর বয়সের আগেই অনেকে হৃদরোগে আক্রান্ত হচ্ছে যা অনেকেই জানেন না”।

ভারতের পদ্মশ্রী পদক বিজয়ী ড. কে কে আগারওয়াল বলেন, “পরিসংখ্যান বলছে যে, হৃদরোগে আক্রান্তদের মধ্যে প্রায় ২০ শতাংশ রোগীর বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে। ব্যস্ত জীবনযাপন, চাপ এবং পূর্বের পারিবারিক রেকর্ড এর জন্য দায়ী”।

সূত্রঃ টাইমস অব ইন্ডিয়া

//এস এইচ এস//

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি