ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

৩০০ আসনের বিপরীতে বিএনপির ৯০০ প্রার্থী প্রস্তুত: ফখরুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৫, ২ মে ২০১৭ | আপডেট: ১৬:০৪, ২ মে ২০১৭

সহায়ক সরকারের অধীনে নির্বাচন হলে, ৩০০ আসনের বিপরীতে বিএনপি ৯০০ প্রার্থী প্রস্তুত রেখেছে বলে জানিয়েছেন, দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে বর্তমান সরকার ক্ষমতার দাপটে রাজনীতি চর্চাকে সংর্কীণ করছে বলেও অভিযোগ করেন তিনি। জাতীয়তাবাদী শ্রমিকদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর এসব কথা বলেন বিএনপি মহাসচিব। 

জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। তাদের সাথে ছিলেন বিএনপি মহাসচিবসহ কেন্দ্রীয় নেতারা।

পরে সাংবাদিকদের সাথে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে বিএনপির রাজনীতির তুলনার প্রয়োজন নেই। বিএনপি নির্বাচনমুখী দল, প্রার্থী সব সময়ই প্রস্তুত থাকে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, আওয়ামী লীগ জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে একদলীয় শাসন ব্যবস্থাকে পাকাপোক্ত করছে।

জনগনের সরকার প্রতিষ্ঠিত হলে আওয়মী লীগ তাদের অপরাধের জবাব পাবে বলেও মন্তব্য করে বিএনপি মহাসচিব।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি