ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

৩০০ রানের বেশি লিড পেলেই জিতবে বাংলাদেশ: মিরাজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১৭, ২৮ আগস্ট ২০১৭ | আপডেট: ১৮:৪০, ২৯ আগস্ট ২০১৭

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লিড যত বড় হবে, স্বাগতিকদের জন্য ততটাই ভালো হবে। টাইগারদের তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ মনে করেন, ৩০০ রানের বেশি লিড পেলেই এ ম্যাচে বাংলাদেশের জেতা সম্ভব। রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দ্বিতীয় দিন শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ আশা ব্যক্ত করেন।

মিরাজ বলেন, ম্যাচের বর্তমান অবস্থা এবং উইকেট দেখে আমার মনে হচ্ছে ৩০০ রানের বেশি লিড নিতে পারলে এই ম্যাচে আমাদের জেতা সম্ভব। তবে কাজটা আমাদের খুব একটা সহজ হবে না। অস্ট্রেলীয় বোলারদের খুবই সতর্কভাবে মোকাবিলা করতে হবে আমাদের ব্যাটসম্যানদের। তা না হলে ভালো কিছু করা সম্ভব হবে না।

পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ম্যাচে সাফল্য পাওয়া অসম্ভব নয় বলেও মনে করেন এই তরুণ অলরাউন্ডার। তিনি বলেন, আমরা বেশ ইতিবাচক। আমার বিশ্বাস ম্যাচে আমরা সাফল্য পাবই। এখন প্রয়োজন ধারাবাহিকতা ধরে রাখা। আজ বেশ ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছি আমরা। এখন সবকিছুই বেশ দ্রুত ঘটতে পারে। আমি আত্মবিশ্বাসী যে আমরা যদি ছন্দ ধরে রাখতে পারি, তাহলে ওদের দ্রুত গুটিয়ে দিতে পারব।

আসলেও তাই, ম্যাচে বেশ ভালো অবস্থানে রয়েছে স্বাগতিকরা। প্রথম ইনিংসে বাংলাদেশের ২৬০ রানের জবাবে অস্ট্রেলিয়ার ইনিংস থেমে যায় ২১৭ রানে। তাতেই স্বাগতিকরা ৪৩ রানের লিড পায়। দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত বাংলাদেশ ৪৫ রান তুলেছে, হারিয়েছে একটি উইকেট। বাংলাদেশ এখন পর্যন্ত এগিয়ে আছে ৮৮ রানে।

আরকে/টিকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি