ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

৩০১ রানের লিড নিয়ে মধ্যাহ্ন-বিরতিতে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৩, ১ ডিসেম্বর ২০২৩

সিলেটে টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে বাংলাদেশ। মধ্যাহ্ন বিরতির আগে তিনশ’ ছাড়ানো লিড পেয়েছে টাইগাররা।

২০৫ রানে এগিয়ে থেকে চতুর্থ দিনে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি স্বাগতিকরা। দিনের দ্বিতীয় ওভারেই আউট হন সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত। দলীয় কাপ্তানের ব্যাট থেকে এসেছে ১০৫ রান। অভিষিক্ত শাহাদাত হোসেন দিপু করেছেন ১৮ রান। হাফ-সেঞ্চুরি পেয়েছেন মুশফিকুর রহিম। তবে ৬৭ রানে অ্যাজাজ প্যাটেলের বলে থামতে হয়েছে মিস্টার ডিপেন্ডবলকে। আর ১০ রান করে লাঞ্চ ব্রেকের এক ওভার আগে আউট হন উইকেট রক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান।

 

এসবি/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি