৩০৫ রানে থামল টাইগাররা
প্রকাশিত : ১০:৫১, ৫ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ১৬:৪৩, ৫ সেপ্টেম্বর ২০১৭
চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনটা দেখে শুনেই খেলা শুরু করে বাংলাদেশ। নাসির হোসেন ও অধিনায়ক মুশফিকুর রহিম এগিয়ে নিচ্ছিলেন বাংলাদেশের ইনিংস। বড় ইনিংসের আশাও দেখাচ্ছিলেন। বাধ সাধেন আগের দিনের নায়ক নাথান লায়ন। দিনের ওভার শুরু করতে আসার পরই বাধে বিপত্তি। এক কথায় দুর্ভাগ্যই বলতে হবে মুশফিকের। পা বাড়িয়েছিলেন খেলতে। কিন্তু লায়নের ঘূর্ণিজাদুতে পরাস্ত মুশফিক। বল ব্যাটের কোনায় লেগে আঘাত করে স্টাম্পে। বেল পড়ে গেলে উল্লাসে মাতে অসিরা। মুশফিক বিদায় নেন ৬৮ রানে। এরপর অলরাউন্ডার নাসির মিরাজকে নিয়ে ভালোই প্রতিরোধ গড়ে তোলছিলেন। মাঝপথে আঘাত হানেন অ্যাগার। ৪৫ রানে কট বিহাইন্ড হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন নাসির। এর কিছুক্ষন পরই রানআউট হয়ে ফেরেন মিরাজ (১১)। পরের ব্যাটসম্যানরা স্কোর খুব একটা বড় করতে পারেন নি। তাইজুল আউট হয়েছেন ৯ রানে। সবমিলিয়ে টাইগারদের স্কোর দাঁড়ায় ৩০৫ রানে। একাই সাতটি উইকেট নিয়েছেন লায়ন।
এর আগে চট্টগ্রাম টেস্টের প্রথম দিনটা হাসিমুখে শেষ করেছে বাংলাদেশ। সেই হাসিটা আরও চওড়া হতে পারতো। শেষ বিকালে সাব্বির রহমান স্টাম্পিংয়ের ফাঁদে না পড়লে টাইগাররা আরও ভালো অবস্থানে থেকে শুরু করতো দ্বিতীয় দিনের খেলা। তবে যা হয়েছে, তা-ও কম স্বস্তির নয়।
নাথান লিওন এক প্রান্তে যেভাবে উইকেট তুলে নিচ্ছিলেন, তাতে প্রথম দিন শেষে বাংলাদেশের ইনিংসের চেহারা করুণ হতে পারতো। স্বাগতিকদের প্রথম চার ব্যাটসম্যানকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলে দারুণ এক কীর্তি গড়েছেন অস্ট্রেলিয়ার অফস্পিনার। টেস্ট ক্রিকেটের ১৪০ বছরের ইতিহাসে এমন ঘটনার জন্ম হয়নি। এর আগে ৬ বার কোনো দলের প্রথম চার ব্যাটসম্যান এলবিডাব্লিউর শিকার হলেও প্রতিটি ক্ষেত্রে বোলার ছিলেন ভিন্ন। চট্টগ্রামে লায়নের কীর্তি তাই এক কথায় অনন্য।
প্রথম দিন শেষে স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ৯০ ওভারে ২৫৩/৬ (তামিম ৯, সৌম্য ৩৩, ইমরুল ৪, মুমিনুল ৩১, সাকিব ২৪, মুশফিক ৬২*, সাব্বির ৬৬, নাসির ১৯*; কামিন্স ০/৩৩, লায়ন ৫/৭৭, ও’কিফ ০/৭০, অ্যাগার ১/৪৬, ম্যাক্সওয়েল ০/৬, কার্টরাইট ০/১৬)