৩১ জন অ্যাথলেট মাদক গ্রহনের অভিযোগে হতে পারেন নিষিদ্ধ
প্রকাশিত : ১২:৫৪, ১৮ মে ২০১৬ | আপডেট: ১২:৫৪, ১৮ মে ২০১৬
ব্রাজিলের রিও ডি জেনেরিওতে অনুষ্ঠেয় অলিম্পিক গেমসে ৩১ জন অ্যাথলেট মাদক গ্রহনের অভিযোগে নিষিদ্ধ হতে পারেন।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আইওসি মঙ্গলবার এই ঘোষণা দেয়। ছয়টি ভিন্ন খেলায় ১২টি দেশের অ্যাথলেটদের বিরুদ্ধে এই হুশিয়ারি দেয় আইওসি। ২০০৮ সালে বেইজিং অলিম্পিক গেমসে অংশগ্রহনকারী এইসব অ্যাথলেটের মাদক নমুনা পুনরায় পরীক্ষার পর পজেটিভ প্রমানিত হয়। এতে, তাদের নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় আইওসি। এদিকে, ২০২০ সালে টোকিও অলিম্পিকের জন্য ঘুষ লেনদেন হয়েছে বলে দাবী করেছেন একজন ফ্রেঞ্চ প্রোসিকিইটর। তবে, ঘুষের অভিযোগ অস্বীকার করেছেন টোকিওর অলিম্পিক আয়োজক কমিটি।
আরও পড়ুন