ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

৩১ ডিসেম্বরের ‘ঘোষণাপত্র’ কেমন হবে, জানালেন সারজিস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৯, ২৯ ডিসেম্বর ২০২৪ | আপডেট: ১৩:১৫, ২৯ ডিসেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

হঠাৎ করেই শনিবার সন্ধ্যা থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতাদের অনেকেই পোস্ট দেন। তাতে জানা যায় ৩১ ডিসেম্বর বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ঘোষণা করা হবে ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’। এই ঘোষণাপত্রটি কেমন হবে তা জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

অন্যতম সমন্বয়ক এবং জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ৩১ ডিসেম্বরের ঘোষণাপত্রটি লিখিত দলিল হিসেবে থাকবে। 

রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সারজিস বলেন, ‘৩১ তারিখ যে ঘোষণাপত্র পাঠ হবে তা শহীদ পরিবারের স্বপ্ন হিসেবে থাকবে। বিগত যে সিস্টেমগুলো মানুষ আসলে তাদের জায়গা থেকে গ্রহণ করেনি এবং আগামীতে যেই সিস্টেমগুলো মানুষ চাচ্ছে না সেগুলো স্পষ্ট করা হবে।’

তিনি বলেন, ‘২৪ এর বিপ্লব কি হয়েছে কোন বিষয়টির প্রেক্ষাপটে এই ২৪ এর বিপ্লবের পরবর্তী কেমন হওয়া উচিত সেই প্রেক্ষাপটে একটি আকাঙ্ক্ষার যাত্রা হবে। তাঁর আলোকেই হবে আগামীর বাংলাদেশের ঘোষণাপত্র।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হাসনাত আব্দুল্লাহসহ আরও অনেকে।

হাসনাত আবদুল্লাহ বলেন, আগামী ৩১ ডিসেম্বর নাৎসি বাহিনীর সংগঠন হিসেবে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা ও মুজিববাদী ৭২ এর সংবিধানকে কবর দেয়া হবে।

শনিবার সন্ধ্যার পর ফেসবুকে পোস্ট দেন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদও। সেই পোস্টে তিনি লিখেন, 'প্রোক্লেমেশন অব জুলাই রেভ্যুলেশন'। এর ঠিক কিছু আগেই আরেক পোস্টে তিনি লিখেন- 'কমরেডস, নাও অর নেভার' অর্থাৎ এখন না হলে কখনোই না।

এরপরই সবার মাঝে প্রশ্ন উঠেছে ৩১ ডিসেম্বর আসলে কী হচ্ছে?

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি