৩২ ধারা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: কাদের [ভিডিও]
প্রকাশিত : ২১:১৮, ১৫ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ২১:২৫, ১৫ ফেব্রুয়ারি ২০১৮
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেই ডিজিটাল নিরাপত্তা আইন চূড়ান্ত করা হবে। ৩২ ধারা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।
বৃহস্পতিবার বিকালে প্রেস ইন্সটিটিউটে গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
গণমাধ্যম সংশ্লিষ্ট বিষয় নিয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে অংশ নেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া সংশ্লিষ্টরা।
সভা শেষে বৈঠকের বিষয় সাংবাদিকদের অবহিত করেন বক্তারা। তারা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন সংসদে চূড়ান্ত না হওয়া পর্যন্ত উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।
ডিজিটাল নিরাপত্তা আইন এখনো চূড়ান্ত হয়নি জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সরকার ও গণমাধ্যম এক সঙ্গে কাজ করবে।
গণমাধ্যম সংশ্লিষ্টরা বলেন, বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের পাশাপাশি প্রতিষ্ঠিত ও মীমাংসিত বিষয়ে বিতর্ক তৈরি করা ঠিক নয়।
গণতন্ত্রের সম্মুখযাত্রায় গণমাধ্যমকে সরকারের পাশে থাকার আহ্বান জানানো হয় সভায়।