৩৩৩৭ কোটি টাকার বাজেট ঘোষণা করল ডিএসসিসি
প্রকাশিত : ১৫:৫০, ২৪ জুলাই ২০১৭ | আপডেট: ১৮:১১, ২৪ জুলাই ২০১৭
২০১৭-১৮ অর্থবছরের জন্য ৩ হাজার ৩৩৭ কোটি ৬৭ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। নগর ভবনে মেয়র মোহাম্মদ হানিফ মিলনায়তনে সোমবার নিজের তৃতীয় বাজেট ঘোষণা করেন ডিএসসিসির মেয়র সাঈদ খোকন।
এবারের বাজেটে রাজস্ব আয়ের লক্ষমাত্রা ধরা হয়েছে ১ হাজার ৬৪ কোটি ৭৮ লাখ টাকা ও অন্যান্য আয় ধরা হয়েছে ১১ কোটি ১২ লাখ টাকা। বাজেটে সর্বাধিক রাজস্ব আয় ধরা হয়েছে হোল্ডিং, পরিচ্ছন্নতা ও লাইটিং থেকে ৫১৫ কোটি টাকা। এছাড়া সরকারি ও বৈদেশিক উৎস থেকে আয় ধরা হয়েছে ২ হাজার ১২৮ কোটি ৫৯ লাখ টাকা।
অপরদিকে রাজস্ব ব্যয় ধরা হয়েছে বাজেটের সমান। এর মধ্যে উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৫৬৮ কোটি ৪১ লাখ টাকা।
গত অর্থবছরে ৩ হাজার ১৮৩ কোটি ৬৫ লাখ টাকার বাজেট ঘোষণা করেছিল ডিএসসিসি।
ডব্লিউএন
আরও পড়ুন