ঢাকা, বুধবার   ১৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

৩৫ এ পা রাখছেন ক্যাট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৮, ১৩ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

১৬ জুলাই ৩৫ বছরে পা রাখছেন বলিউডের ‘বিউটি কুইন’ ক্যাটরিনা কাইফ। কিন্তু জন্মদিন আসার আগেই কেক কেটে ফেলেছেন তিনি।

 আগামীকাল মুক্তি পাচ্ছে ক্যাটরিনা কাইফের নতুন ছবি ‘জগ্গা জাসুস’। এ ছবিতে সাবেক প্রেমিক রণবীর কাপুরের  বিপরীতে তার রসায়ন জমে উঠেছে। মুক্তি পাওয়ার আগেই ছবিটি নিয়ে তোলপাড় শুরু হয়েছে। ক্যাট-রণবীরের রসায়ন দেখতে উৎগ্রীব ভক্তরা।

 ছবির প্রচারণায় এই মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন ক্যাটরিনা। যেখানেই যাচ্ছেন ভক্তদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন তিনি। সম্প্রতি টুইট পোস্টে তিনি জানান, এবারে জন্মদিনের আগেই নাকি কেক কাটতে হয়েছে তাকে!

সম্প্রতি টুইটারে কেক হাতে নিজের একটি ছবি প্রকাশ করেন ক্যাটরিনা। ক্যাপশনে লেখেন, ‘জন্মদিনের উপহার ডিজনি’র কেক! অসম্ভব ভালো লাগছে। এই নিয়ে তিন নম্বর কেক কাটলাম।’ ছবিতে হলুদ পোশাকে কেকটিকে জড়িয়ে ধরা ক্যাটরিনা নিজেই যেন কিছুক্ষণের জন্য হয়ে উঠেছিলেন ডিজনি’র রাজকুমারী!

অনুরাগ বসু পরিচালিত ‘জগ্গা জাসুস’ সিনেমাটি দিয়ে প্রথমবারের মতো প্রযোজনায় আসছেন রণবীর কাপুর। সামনেই তাকে দেখা যাবে সঞ্জয় কাপুরের জীবনীতে।

//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি