৩৯তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু ১০ অক্টোবর
প্রকাশিত : ১৩:৪২, ২ অক্টোবর ২০১৮
৩৯তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ১০ অক্টোবর থেকে শুরু হবে বলে পিএসসি সূত্রে জানানো হয়েছে। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
পিএসসির আগারগাঁওয়ের প্রধান কার্যালয়ে প্রতি কার্যদিবসে সকাল ১০ টা থেকে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শেষ হবে আগামী ২৬ নভেম্বর।
কোনো প্রার্থী নির্ধারিত তারিখ ও সময়ে মৌখিক পরীক্ষার বোর্ডে উপস্থিত হতে ব্যর্থ হলে ওই প্রার্থীর মৌখিক পরীক্ষা আর গ্রহণ করা হবে না এবং প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। পিএসসি সূত্রে এ তথ্য জানানো হয়েছে।
মৌখিক পরীক্ষার নির্ধারিত তারিখ ও সময়ে সাক্ষাৎকারপত্রে উল্লিখিত কাগজপত্র, সাক্ষাৎকারপত্রসহ প্রার্থীদেরকে পিএসসি কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।
এমএইচ/
আরও পড়ুন