ঢাকা, রবিবার   ২৬ জানুয়ারি ২০২৫

৪ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ০৯:০৪, ২৫ জানুয়ারি ২০২৫

ঘন কুয়াশার কারণে দেশের অন্যতম নৌ-রুট দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল প্রায় ৪ ঘণ্টা বন্ধ ছিল। কুয়াশা কিছুটা কেটে গেলে পুনরায় চলাচল শুরু হয়েছে। 

শনিবার (২৫ জানুয়ারি) রাত ৩টা ২০ মি‌নিট থেকে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। ফে‌রি বন্ধ থাকায় নদী পাড়াপারের অপেক্ষা বি‌ভিন্ন ধর‌নের যানবাহন। 

তবে সকাল ৭টা নাগাদ কুয়াশা কিছুটা কমে গেলে ফেরি চলাচল শুরু করা হয়। 

জানা যায়, ঘন কুয়াশার কারণে এ নৌরু‌টে প্রতি‌দিনই ফে‌রি চলাচল ব‌্যহত হ‌চ্ছে। শুক্রবার সন্ধ‌্যা থে‌কেই কুয়াশার কার‌ণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। রাত বাড়ার সা‌থে সা‌থে কুয়াশার মাত্রা বাড়‌তে থা‌কে। রাত ৩টা ২০ মি‌নি‌টের পর থে‌কে কুয়াশার মাত্রা তীব্র আকার ধারণ ক‌রে। তখন ফেরি চলাচলের জন‌্য নদী‌তে রাখা বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। 

এ সময় দুর্ঘটনা এড়ানোর জন্য এই নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে ঘাট কর্তৃপক্ষ। ফে‌রি ব‌ন্ধের পর থে‌কে ঘাটে ধীরে ধীরে বাড়তে থাকে যানবাহনের সংখ্যা।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, শুক্রবার দিবাগত রাত ৩টা ২০ মি‌নি‌টের দিকে কুয়াশা তীব্র আকার ধারণ করলে চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। ফলে দুর্ঘটনা এড়াতে এ নৌ-রুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়।

বিআইডব্লিউটিসি‘র দৌলতদিয়া ঘাট শাখার ব‌্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন ফে‌রি ব‌ন্ধের বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে জানান, দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। তবে কুয়াশার মাত্রা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি