৪ ফেব্রুয়ারি : মিলিয়ে নিন আপনার রাশিফল
প্রকাশিত : ১০:৪২, ৪ ফেব্রুয়ারি ২০২০ | আপডেট: ১০:৪৩, ৪ ফেব্রুয়ারি ২০২০

রাশি নিয়ে রয়েছে নানা ভাবনা, নানা মত। এটাকে কেউ বিশ্বাস করেন, আবার কেউ বিশ্বাস করেন না। সেই তর্ক-বিতর্ক দূরে থাক, বিশ্বাস-অবিশ্বাসের প্রশ্ন আর নয়, দিনের শুরুতে চলুন মিলিয়ে নেয়া যাক- কেমন যাবে আজকের দিনটি?
আজ ৪ ফেব্রুয়ারি ২০২০ খ্রিষ্টাব্দ, মঙ্গলবার। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কুম্ভ রাশিতে অবস্থান করছে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কুম্ভ রাশির জাতক/জাতিকা।
আপনার জন্ম সংখ্যা : ৪।
আপনার ওপর প্রভাবকারী গ্রহ : ইউরেনাস।
আপনার শুভ সংখ্যা : ৪।
শুভ বার : রবি।
শুভ রত্ন : গার্নেট।
জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) :
আপনি যদি কুম্ভ রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে মায়ের অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না। অসুস্থ মায়ের যথাযথ চিকিত্সার ব্যবস্থা করুন। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। উত্তেজনা ক্ষতির কারণ হতে পারে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) :
আপনি যদি মীন রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। প্রয়োজনে তাদের সহযোগিতা গ্রহণ করুন। গলায় কোনো সমস্যা দেখা দিতে পারে। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন।
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল) :
আপনি যদি মেষ রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে বাড়িতে আত্মীয় সমাগম হতে পারে। আর্থিক দিক মোটামুটি ভালো থাকতে পারে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। চক্ষুসংক্রান্ত কোনো সমস্যা দেখা দিতে পারে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) :
আপনি যদি বৃষ রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে সাময়িক অসুখ-অশান্তিকে অবহেলা করা ঠিক হবে না। অপরের প্রতি সদাচরণ করার চেষ্টা করুন। দাম্পত্যক্ষেত্রে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। আত্মপ্রতিষ্ঠার প্রচেষ্টা জোরদার করুন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন) :
আপনি যদি মিথুন রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে অকারণ ব্যয় পরিহার করার চেষ্টা করুন। ভ্রমণের সুযোগ পেতে পারেন। শারীরিক অসুখ-অশান্তিকে অবহেলা না করে যথাযথ চিকিত্সা নিন। মামলা-মোকদ্দমা এড়িয়ে চলুন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই) :
আপনি যদি কর্কট রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলুন। জনসম্পৃক্ততা বৃদ্ধি পেতে পারে। মনের গভীরে লালিত কোনো ইচ্ছা পূরণ হতে পারে। আর্থিক দিক মোটামুটি ভালো থাকবে।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট) :
আপনি যদি সিংহ রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে কোনো ধরনের সামাজিক কাজে অংশ নিতে পারেন। পিতার সঙ্গে মতানৈক্যে জড়ানো ঠিক হবে না। অসুস্থ পিতার শরীর-স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। কর্মপরিবেশ মোটামুটি অনুকূল থাকতে পারে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর) :
আপনি যদি কন্যা রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে সামাজিকক্ষেত্রে যোগাযোগ অব্যাহত রাখুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। পেশাগত দিক ভালো থাকতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। কোনো সেলাকের পরামর্শে উপকৃত হতে পারেন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) :
আপনি যদি তুলা রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে সময় খুব একটা অনুকূল নাও থাকতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে না। শারীরিক অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না। চিকিত্সকের পরামর্শ অনুযায়ী যাথাযথ ব্যবস্থা নিন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর) :
আপনি যদি বৃশ্চিক রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। অপরের প্রতি সদাচরণ করুন। ব্যবসায়ীরা বিনিয়োগে সতর্ক থাকুন। আপনজন কেউ শত্রুতা করতে পারে। বিবাদ এড়িয়ে চলুন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর) :
আপনি যদি ধনু রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে দিনটি মিশ্র সম্ভাবনাময়। অসুস্থবোধ করতে পারেন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। আহারে-বিহারে সতর্ক থাকুন। সীমা লঙ্ঘন করা থেকে বিরত থাকুন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) :
আপনি যদি মকর রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। বিদ্যার্থীরা পড়াশোনায় অধিকতর মনোযোগী হওয়ার চেষ্টা করুন। কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করতে পারেন।
এসএ/