ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

৪-১ ব্যবধানে সিরিজ হারকে সম্মানের বলছেন বিরাট!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:১৬, ১২ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ০৮:২২, ১২ সেপ্টেম্বর ২০১৮

ইংলিশদের মাটিতে পাঁচ টেস্টের সিরিজে ভারতের ১-৪ হেরেও লজ্জিত নন বিরাট৷ একে সম্মান লড়াই বলছেন ভারত অধিনায়ক৷ ওভালে সিরিজে শেষ টেস্ট ১১৮ রানে হারের পর ক্যাপ্টেন কোহলি বলেন, ‘১-৪ স্কোরলাইন খারাপ নয়৷ যোগ্য দল হিসেবেই ইংল্যান্ড জিতে৷ তবে আমরা যে একেবারেই বাজে খেলেছি, এমনটা নয়৷ আমরা কেমন খেলেছি তা স্কোরবোর্ডই বলে দিচ্ছে৷ দুই দলই সিরিজে কমপিটিটিভ ক্রিকেট খেলেছে৷’

ইংল্যান্ড সফরে কোহলির ভারত টি-২০ সিরিজ জিতে শুরু করলেও তার পর শুধু হাত লেগেছে হার৷ ওয়ান ডে এবং টেস্ট সিরিজে নাস্তানাবুদ হয়েছে বিরাটবাহিনী৷ তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে প্রথম ম্যাচ জিতে এগিয়ে যাওয়ার পর টানা দু’ ম্যাচ জিতে সিরিজ খুঁইয়েছে টিম ইন্ডিয়া৷ তার পর টেস্ট সিরিজে ১-৪ হার৷ প্রথম দু’টি টেস্ট হেরে পিছিয়ে পড়েছিল বিরাটরা৷ তৃতীয় টেস্ট জিতে ভারত সিরিজে ফেরাল লড়াই করলেও শেষরক্ষা হয়নি৷ চতুর্থ ও পঞ্চম টেস্ট হেরে সিরিজে লজ্জাজনক হার বিরাটদের৷

সিরিজে ভারত ও ইংল্যান্ড ক্রিকেটারদের লড়াইকে টেস্ট ক্রিকেটের দারুণ বিজ্ঞাপন বলছেন ক্যাপ্টেন কোহলি৷ বিরাট বলেন, ‘এটা টেস্ট ক্রিকেটের দারুণ উদারণ৷ দর্শকরা মাঠে এসেছে তাঁদের প্রিয় দলের জয় দেখতে৷ আমাদের আসল উদেশ্য ছিল মাঠে নেমে ভালো ক্রিকেট খেলা৷ আশা করি, পেশাদার দল হিসেবে ইংল্যান্ডও সেটা উপলব্ধি করবে৷ এই টেস্টেও আমরা ড্রয়ের জন্য খেলিনি৷ তবে এর জন্য ভারতের দুই তরুণের ব্যাটিয়ের প্রশংসা করত হয়৷ এরাই দেশের ভবিষ্যত৷’

ওভালে ৪৬৪ রান তাড়া করতে নেমে শুরুটা খারাপ হলেও লোকেশ রাহুল ও ঋষভ পন্তের জোড়া সেঞ্চুরিতে ম্যাচে ফেরে ভারত৷ টেস্টে প্রথম শতরানের স্বাদ পান পন্ত৷ আর টেস্টে পঞ্চম শতরান করেন রাহুল৷ পন্ত সম্পর্কে কোহলি বলেন, ‘পন্ত দারুণ সাহসীকতার সঙ্গে ব্যাটিং করেছে৷ দলে আমাদের সাহসী প্লেয়ার রয়েছে৷ শুধু অভিজ্ঞতা প্রয়োজন৷ আমরা যখন ম্যাচে রেজাল্টের কথা ভাবতে পারিনি, তখন ও অনেকের হৃদয় জিতেছে৷ আশা করি, পরের বার আমরা নিজেদের মেলে ধরতে পারব৷’

সূত্র: কলকাতা ২৪x৭

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি