ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

৪০ জনকে এইচআইভি ছড়ালেন যিনি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৮, ৭ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১০:৫৬, ৭ ফেব্রুয়ারি ২০১৮

একই সিরিঞ্জ ব্যবহার করে রোগীদের চিকিৎসা সেবা দিয়ে উল্টো তাদের পাঠিয়ে দিয়েছেন যমের দূয়ারে। এমনই অভিযোগ ওঠেছে এক ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে। তাঁর এ কর্মকাণ্ডে অন্তত ৪০ জন এইচআইভি ভাইরাসে সংক্রমিত হয়েছে বলে জানা গেছে। আর এমন ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশে। ওই চিকিৎসকের নাম রাজেন্দ্র যাদব।

জানা যায়, উত্তর প্রদেশের উন্নাউ জেলার বাংগারমাউ শহরে গত বছরের নভেম্বর মাসে একটি বেসরকারি সংস্থা (এনজিও) চিকিৎসা শিবির চালিয়েছিল। ওই শিবিরে যাদের চিকিৎসাসেবা দেওয়া হয়েছিল, তাদের মধ্যে শিশুসহ ৪০ জনের শরীরে এইচআইভি শনাক্ত করা গেছে। এদিকে ঘটনাটি জানাজানি হওয়ার পরই পালিয়েছেন রাজেন্দ্র। জানা গেছে, তাঁর কোনো ডাক্তারির সনদ নেই।

স্থানীয় কাউন্সিলর সুনীল বাংগারমাউ বলেন, ৪০০ জনকে পরীক্ষা করে ৪০ জনের শরীরে এইচআইভি পাওয়া গেছে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, আরও পরীক্ষা-নিরীক্ষা করলে কমপক্ষে ৫০০ মানুষের মধ্যে এইচআইভি শনাক্ত হতে পারে।

সূত্র: আল-জাজিরা
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি