৪১ শতাংশ পানিতে রয়েছে ডায়রিয়ার জীবানু: বিশ্বব্যাংক
প্রকাশিত : ১৩:২২, ১১ অক্টোবর ২০১৮
বাংলাদেশে সরবরাহকৃত ৪১ শতাংশ পানিতে ডায়রিয়ার ইকোলাই ভাইরাস জনিত ক্ষতিকর জীবানু রয়েছে বলে বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
আজ বৃহস্পতিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, উন্নত পানি ও জনস্বাস্থ্য নিশ্চিত করতে বাংলাদেশের গৃহীত পদক্ষেপগুলো দ্রুত এগিয়ে যাচ্ছে।এ ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য আসার পরও এখনও দেশটিতে সরবরাহকৃত পানির উৎস্যগুলোর ৪১ শতাংশই ডায়রিয়ার ইকোলাই ভাইরাস রয়েছে।যা আগামীতে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা তৈরি করে।
বিশ্বব্যাংকের প্রতিবেদনে আরো বলা হয়, দেশের শহর ও গ্রামের সর্বস্তরে সরবরাহকৃত উন্নত পানির মধ্যে ৪১ শতাংশ ডায়রিয়ার জীবানু থাকার পাশাপাশি ১৩ শতাংশ আর্সেনিকযুক্ত পানি রয়েছে।এছাড়া দেশের ৫৮ দশমিক ৮ শতাংশ জনগণ স্যানিটেশন সুবিধা ভাগাভাগি করে।শহরের ৭ শতাংশ মানুষের স্যানিটেশন সুবিধা সুয়ারেজ পদ্ধতির। আর ২৮ শতাংশ মানুষের স্যানিটেশনে সাবান ও পানি ব্যবহারের সুযোগ আছে।
অনুষ্ঠানে পানিসম্পদ প্রতিমন্ত্রী মুহাম্মদ নজরুল ইসলাম, বিশ্বব্যাংকের নিযুক্ত বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর শিরিন ঝুমা, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এডিশনাল সেক্ট্রেটারি রোকসানা কাদের প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, রাজধানীতে উন্নত পানি সরবরাহে আমরা নতুন কিছু উদ্যোগ নিয়েছি।এগুলো বাস্তবায়ন হলে আগামীতে রাজধানীবাসীর দোরগোড়ায় উন্নত পানির সুবিধা পৌঁছাবে।তখন ডায়রিয়াসহ পেটের নানাবিধ পীড়া কমে আসবে।
আরও পড়ুন