ঢাকা, শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪

৪৩তম বিসিএস প্রিলির আসন বিন্যাস প্রকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৬, ১৮ অক্টোবর ২০২১ | আপডেট: ১৩:৫৩, ২০ নভেম্বর ২০২১

৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশিত হয়েছে। সোমবার (১৮ অক্টোবর) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক নূর আহমদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক আগামী ২৯ অক্টোবর (শুক্রবার) ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

রাজধানীর মডেল একাডেমি কেন্দ্রে রেজিস্ট্রেশন নম্বর ১১৮০০০০১ থেকে ১১৮০১৯৯৮ পর্যন্ত। রাজশাহী কলেজ কেন্দ্রে ১২৮০০০০১ থেকে ১২৮০০৯৮৫ পর্যন্ত। চট্টগ্রাম কলেজ কেন্দ্রে ১৩৮০০০০১ থেকে ১২৮০০৯৯৯ পর্যন্ত। খুলনা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে ১৪৮০০০০৬ থেকে ১৪৮০০৯৯৯ পর্যন্ত।

বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ কেন্দ্রে ১৫৮০০০২৭ থেকে ১৫৮০০৯৮৮ পর্যন্ত। সিলেট সরকারি কলেজ কেন্দ্রে ১৬৮০০০০২ থেকে ১৬৮০০৯৯৭ পর্যন্ত। রংপুর সরকারি কলেজ কেন্দ্রে ১৭৮০০০০৭ থেকে ১৭৮০০৯৯৯ পর্যন্ত এবং ময়মনসিংহ আনন্দ মোহন কলেজ কেন্দ্রে ১৮৮০০০২২ থেকে ১৮৮০০৯৯৫ পর্যন্ত প্রার্থী পরীক্ষায় অংশ নেবেন।

এছাড়া পরীক্ষা সম্পর্কিত পিএসসির গুরুত্বপূর্ণ নির্দেশনা, কেন্দ্রেগুলোর বিবরণী ও আসন সংখ্যা সংশ্লিষ্ট ওয়েবসাইটে বিস্তারিত জানানো হয়েছে।

প্রিলিমিনারি পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন

বাংলা ভাষা ও সাহিত্য ৩৫; ইংরেজি ভাষা ও সাহিত্য ৩৫; বাংলাদেশ বিষয়াবলি ৩০; আন্তর্জাতিক বিষয়াবলি ২০; ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ১০; সাধারণ বিজ্ঞান ১৫; কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি ১৫; গাণিতিক যুক্তি ১৫; মানসিক দক্ষতা ১৫ এবং নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসনের ওপর ১০ নম্বরের পরীক্ষা হবে।

প্রিলিমিনারি পরীক্ষার নম্বর বণ্টন

প্রার্থীকে ২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২ ঘণ্টার পরীক্ষা হবে। প্রিলিমিনারি পরীক্ষায় ২০০টি প্রশ্ন থাকবে। প্রার্থী প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর পাবেন। তবে প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে দশমিক ৫০ নম্বর কাটা যাবে। প্রিলিমিনারির বিষয়ভিত্তিক সিলেবাস পিএসসির ওয়েবসাইটে পাওয়া যাবে।

৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসনে ৩০০ জন, পুলিশে ১০০, পররাষ্ট্রে ২৫, শিক্ষায় ৮৪৩, অডিটে ৩৫, তথ্যে ২২, ট্যাক্সে ১৯, কাস্টমসে ১৪ ও সমবায়ে ১৯ জনকে নিয়োগ দেওয়া হবে।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি