ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

৪৭০ নন-ক্যাডারকে প্রাথমিকের প্রধান শিক্ষক হিসেবে সুপারিশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৪, ১৭ অক্টোবর ২০১৭ | আপডেট: ১০:০৮, ১৮ অক্টোবর ২০১৭

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে ৩৪তম বিসিএসের ৪৭০ জন নন-ক্যাডারকে নিয়োগ দিয়েছে সরকার। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই শিক্ষকদের নিয়োগ করে দেশের বিভিন্ন বিদ্যালয়ে পদায়ন করেছে। আজ মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়। ১৫ নভেম্বরের মধ্যে তাদের যোগদান করার কথা রয়েছে।

এর আগে ৩৪তম বিসিএস থেকে দুই হাজার ৮৯৯ জন নন-ক্যাডারকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকারি কর্মকমিশন। এরই ধারাবাহিকতায় ৮৯৮ জনকে নিয়োগ দেওয়ার বিষয়টি চূড়ান্ত হয়। মঙ্গলবার ৪৭০ জনকে নিয়োগ দিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পদায়ন করা হলো।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বর্তমানে ৬৩ হাজার ৬০১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে প্রায় ২০হাজার প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। দ্রুত এসব পদ পূরণ করার প্রক্রিয়া চলছে।

 

এমআর/এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি