ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

৪৮ ঘন্টার মধ্যে কোরবানির সব বর্জ্য অপসারন

প্রকাশিত : ১৬:০৬, ৫ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৬:০৬, ৫ সেপ্টেম্বর ২০১৬

৪৮ ঘন্টার মধ্যে কোরবানির সব বর্জ্য অপসারন করা হবে বলে ঘোষনা দিলেন ঢাকা দক্ষিণ সিটি মেয়র সাঈদ খোকন। সোমবার নগর ভবনে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সঙ্গে মতবিনিময়কালে দক্ষিণের মেয়র বলেন, ঈদের দিন দুপুর থেকেই বর্জ্য অপসারনের কাজ শুরু হবে। বর্র্জ্য অপসারনের ঢাকবাসির সহযোগিতাও কামনা করেন তিনি। এসময় মেয়র বলেন, এবার কোরবানির জন্য ৫৮৩টি স্থান নির্ধারন করা হয়েছে। গতবাবেরর মত এবারও কোরবানির আগেই প্রতিটি বাসায় বর্জ্য অপসারনের জন্য প্রতিটি বাসায় ব্যাগ এবং ব্লিচিং পাউডার দেয়া হবে বলেও জানান তিনি। এসময় ওয়ার্ড কাউন্সিলরা তাদের নানা সমস্যার কথা তুলে ধরেন।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি