ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

৫ উইকেট হারিয়ে চাপে জিম্বাবুয়ে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৩, ২১ অক্টোবর ২০১৮

পাঁচ উইকেট হারিয়ে চাপে রয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশ প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ২৭১ রান সংগ্রহ করে। আর ২৭২ রানের টার্গেট নিয়ে ব্যাট করছে সফরকারীরা। প্রথম ভালো সূচনা করলেও পাঁচ উইকেট হারিয়ে এখন চাপে রয়েছে এখন তারা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত জিম্বাবুয়ে ২৫ ওভার শেষে ১০০ রান সংগ্রহ করেছে। হাতে রয়েছে পাঁচটি উইকেট।

প্রথমে ব্যাট করে বাংলাদেশ ইমরুল কায়েসের ঝড়ো শতকে বাংলাদেশ ২৭১ রান সংগ্রহ করে। ইমরুল কায়েস ১৪৪ রান করে আউট হয়ে যান।

প্রথম উইকেটটি নেন কাটার মাস্টার মোস্তাফিজ। একটি রান আউট ও দুইটি উইকেট নেন নাজমুল ইসলাম। আরেকটি উইকেট নেন মেহেদি হাসান মিরাজ।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি