ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

৫০ হাজার টন চাল আমদানির অনুমোদন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩৬, ১৯ জুলাই ২০১৭ | আপডেট: ১৬:২২, ২০ জুলাই ২০১৭

আন্তর্জাতিক দরপ্রস্তাবে ৫০ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল কেনার প্রস্তাবে সায় দিয়েছে সরকার। দুবাইয়ের একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে এ পরিমান চাল আমদানি করতে বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ বিষয়ে অনুমোদন দেওয়া হয়েছে।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, ২০১৬-১৭ অর্থবছরের চতুর্থ প্যাকেজের আওতায় আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে এই ৫০ হাজার মেট্রিক টন ‘নন-বাসমতি’ চাল কেনা হবে।

প্রতি টন ৪৩০ মার্কিন ডলার দরে ৫০ হাজার টন সিদ্ধ চাল কিনতে ১৭৮ কোটি ৪৫ লাখ টাকা খরচ হবে। দুবাইয়ের মেসার্স ফিনিক্স গ্লোবাল ডিএমসিসি এই চাল সরবারহ করবে বলে অতিরিক্ত সচিব জানান।

ডব্লিউএন


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি