ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

৫০০ বোকো হারাম সদস্যের মুক্তি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৪৯, ১৮ ফেব্রুয়ারি ২০১৮

স্বাক্ষ্য-প্রমাণের অভাবে সশস্ত্র সংগঠন বোকো হারামের ৫০০ সদস্যকে মুক্তি দিয়েছে নাইজেরিয়া। কোন ধরণের অভিযোগ ছাড়াই তাদের এতদিন আটকে রাখা হয়েছিল বলে জানা গেছে।

আজ রোববার দেশটির বিচার বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, মুক্ত হওয়া ওই ৫০০ বোকো হারাম সদস্য প্রথমে তাঁদের নিজেদের জেলায় প্রেরণ করা হবে। সেখানে তাদের পুনর্বাসন করা হবে। এরপরই তাদেরকে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে দেওয়া হবে।

বোকো হারাম সদস্য সন্দেহে তাদের আটক করা হলেও, ওই গোষ্ঠী সম্পর্কে কোন তথ্য না দেওয়ায় বছরের পর বছর ধরে তাদের আটক করে রাখে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বিবৃতিতে বলা হয়, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন অভিযোগ না থাকায়, তাদের ছেড়ে দেওয়া হয়েছে। এদিকে আরও অন্তত ১ হাজার ৬০০ বোকো হারাম সদস্য এখনো জেলে বন্দী রয়েছে বলে জানা গেছে।

সূত্র: আল-জাজিরা
এমজে/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি