ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

৫০০ রুপি নিয়ে বলিউডে এসে এখন কোটিপতি!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১৬, ৪ এপ্রিল ২০১৮

‘বাঘি টু’র অভাবনীয় সাফল্য পেয়েছেন বলিউডের নতুন প্রজন্মের অভিনেত্রী দিশা পাটানি। অথচ একটা সময় প্রতিকূল অবস্থার সঙ্গে কঠিন লড়াই করতে হয়েছে তাকে। তিনি বাদ পড়েছেন কয়েকটি ছবি থেকেও। নিজের সাফল্যের গল্প নিয়ে এখন ২৫ বছর বয়সী এই তারকা নিজেই বিস্মিত।

তেমনটাই বললেন দিশা, ‘আমি খুব ইতিবাচক মানুষ। অভিনয় করতে চাইতাম। সুযোগ পেতে পড়াশোনা ছেড়ে মুম্বাইয়ে চলে এসেছিলাম। কলেজ ছাত্রী হিসেবে নতুন একটা শহরে এসে থাকা সহজ ব্যাপার নয়। যেখানে সবাই ছিল আমার অচেনা। আমি একা থাকতাম। কিন্তু পরিবারের কাছে কখনো হাত পাতিনি। নিজেই রোজগার করতাম। মাত্র ৫০০ রুপি নিয়ে এসেছিলাম মুম্বাইয়ে। আমার সম্বল বলতে ছিল ওটুকুই।’

সময়ের পালাবদলে এই অভিনেত্রীর ব্যাংক ব্যালেন্স বলছে তিনি এখন কোটিপতি! ৫০ কোটি রুপির মালিক এই তরুণ তারকা। তিনি ছবি প্রতি নেন ২ কোটি রুপি। আর বিজ্ঞাপনে তিনি দাম হাঁকান ১ কোটি রুপি!

জানা গেছে, উত্তর প্রদেশের বেরিলি গ্রাম থেকে মুম্বাই আসেন তিনি। শহরটিতে মূলত টিভি বিজ্ঞাপনের মডেল হওয়ার জন্য নিয়মিত অডিশনে অংশ নিতেন দিশা। কাজ না পেলে বাসা ভাড়া কীভাবে দেবেন সেই চাপ মাথায় নিয়েই মূলত কাটতো তার প্রতিটা দিন। তখন কোনও বন্ধুও ছিল না তার।

তিনি জানালেন, ‘অভিনয়ে আসার আগে আমার জীবন ছিল ছকেবাঁধা। কাজ করো, ঘরে ফেরো আর ঘুমিয়ে পড়ো! কাজ না থাকলেও অবশ্য খুব বিরক্ত লাগতো। ভাবতাম আমার কী যে হবে!’

সেই দিশার এখন অনেক ভক্ত। সাফল্য তার পেছন পেছন ঘুরছে। তাঁর কাছেই ধরনা দিচ্ছেন নির্মাতারা। তবে এই পর্যায়ে আসতে তাকে পাড়ি দিতে হয়েছে সংগ্রামমুখর পথ।

দিশার ভাষ্য, ‘আমার ফিল্মি ব্যাকগ্রাউন্ড নেই। তাই জানতাম না আমার ছবি সব সময়ই দর্শকদের গ্রহণযোগ্যতা পাবে কিনা কিংবা ব্যর্থ হলে নির্মাতারা আমাকে আবারও সুযোগ দেবেন কিনা। তাই বাড়তি সাবধানতা অবলম্বন করতে হয়েছে আমাকে।’

ব্যর্থতা কিংবা বাদ পড়ার মধ্যেও শেখার আছে বলে মনে করেন দিশা। তিনি জানান, তার কাজ করার কথা এমন একটি ছবিতে হঠাৎ নেওয়া হয় অন্য নায়িকাকে। ওটাই হতে পারতো বড় পর্দায় তার অভিষেক কাজ।

সেই স্মৃতি রোমন্থন করে দিশা বলেছেন, ‘যা হয় ভালোর জন্যই হয়। ক্যারিয়ারের শুরুতেই বুঝেছি, বাদ পড়লে মানসিকভাবে আরও শক্ত হতে হয়। প্রতিবার এমন অভিজ্ঞতা হলে বোঝা যায়, নিজের মধ্যে কিছু কমতি আছে। তখন আরও পরিশ্রম করতে উদ্বুদ্ধ হই।’

২০১৬ সালে ‘এম.এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’র মাধ্যমে হিন্দি ছবিতে অভিষেক হয় দিশার। গতবছর চীন-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত ‘কুংফু ইয়োগা’য় দেখা গেছে তাকে। এবার এলো ‘বাঘি টু’। ২০১৮ সালে বলিউডে মুক্তি পাওয়া ছবিগুলোর মধ্যে মুক্তির প্রথম দিনে সর্বোচ্চ (২৫ কোটি ১০ লাখ রুপি) আয় করেছে এটি। এখন পর্যন্ত এই ছবির আয়ের পরিমাণ ৮৫ কোটি ২০ লাখ রুপি। এতে তিনি আছেন টাইগার শ্রফের বিপরীতে।

কিন্তু চমকপ্রদ ব্যাপার হলো, এবার দেড়শ’ কোটি রুপি বাজেটের ছবি ‘সংঘমিত্র’তে অভিনয় করবেন দিশা। তার চরিত্রটি একজন যোদ্ধা রানির। এজন্য তলোয়ার চালানোর প্রশিক্ষণ নেবেন তিনি। জুলাই থেকে হায়দরাবাদে শুরু হবে এর শুটিং।

দিশার হাতে ‘আশিকি টু’ ও ‘এক ভিলেন’ খ্যাত মোহিত সুরির আগামী ছবিও আছে। এতে তার বিপরীতে থাকবেন আদিত্য রয় কাপুর ও সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘সনু কে টিটু কি সুইটি’ তারকা সানি সিং। সূত্র: জি নিউজ

কেআই/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি