ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

৫৩ প্রভাষক নিবে মীরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরী ইনস্টিটিউট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩০, ২৫ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ২৩:৩০, ২৫ ফেব্রুয়ারি ২০১৮

নতুন করে প্রভাষক নিয়োগ দেওয়ার জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মীরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরী ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটি ১০বিষয়ে ৫৩ জন শিক্ষক নিয়োগ দেবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। 

পদের নাম ও পদসংখ্যা

১) প্রভাষক (সৃষ্ট পদ)

ক) পদার্থ-০৫ জন

খ) রসায়ন -০৫ জন

গ) গণিত-০৫ জন

ঘ) জীববিজ্ঞান-০৫ জন

ঙ) উদ্ভিদবিজ্ঞান-০৭ জন

চ) ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ে-০৬ জন

ছ) গার্হস্থ্য অর্থনীতি-০৪ জন

জ) অর্থনীতি-০৪ জন

ঝ) কম্পিউটার বিজ্ঞান-০৫ জন

ঞ) বিবিএ (প্রফেশনাল)-০৭ জন

যোগ্যতা

সরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয় বিধি মোতাবেক।

২) এম এল এস এস (পিয়ন), সৃষ্ট পদ:

ক) স্কুল শাখা-০২ জন

খ) কলেজ শাখা-০১ জন

যোগ্যতা

সরকারি বিধি মোতাবেক।

আবেদনের নিয়ম

সকল পাবলিক পরীক্ষার সার্টিফিকেটের সাত্যাঢিত ফটোকপি, সদ্যতোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং যে কোন তফসিলী  ব্যাংক থেকে প্রভাষক পদের জন্য ৫০০ টাকা এবং এমএল এস এস পদের জন্য ২০০ টাকার ব্যাংক ড্রাফট বা পে অর্ডার (অফেরতযোগ্য) অধ্যক্ষ (ভারপ্রাপ্ত),  মীরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরী ইনস্টিটিউট, মীরপুর-১০, ঢাকা-১২১৬ এর অনুকূলে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা

আগ্রহী প্রার্থীরা পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের ২৫ দিনের মধ্যে আবেদন করতে পারবেন।

সূত্র: দৈনিক ইত্তেফাক  ( ২৫ ফেব্রুয়ারি, ২০১৮)

এমএইচ/টিকে

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি