ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

৫৭ জন প্রভাষক নিয়োগ দেবে ধানমন্ডি আইডিয়াল কলেজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:০০, ১২ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ২১:৩৬, ১২ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

ধানমন্ডি  আইডিয়াল কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি জাতীয় বিশ্ববিদ্যালয়  ও সরকারি বিধি মোতাবেক স্ব-অর্থায়নে শূণ্য ও সৃষ্ট পদে ৫৭ জন প্রভাষক নিয়োগ দেবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।

পদের নাম ও পদসংখ্যা

প্রভাষক হিসেবে বাংলা-০১ টি, ইংরেজি-০২ টি, পদার্থ-০৩ টি, রসায়ন-০৪ টি, জীববিজ্ঞান-০২ টি, উৎপাদন ব্যয়: ও বিপণন (মার্কেটিং)-শূন্য-২ টি ও সৃষ্ট-০৫ টি, সমাজকর্ম- সৃষ্ট-০৫ টি, রাষ্ট্রবিজ্ঞান- শূন্য-০২ টি ও সৃষ্ট-০৫ টি, মনোবিজ্ঞান-শূন্য-০১ টি, ভূগোল-শূন্য-০২ টি, অর্থনীতি-শূন্য-১ টি ও সৃষ্ট-০৫ টি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি-শূন্য-২ টি এবং শারীরিক শিক্ষা শূণ্য-১ টি।

অন্যান্য পদের মধ্যে-পিয়ন-০১ টি, গার্ড-০১ টি, কম্পিউটারে অভিজ্ঞতা সম্পন্ন অফিস সহকারী-০১ টি, সহকারী লাইব্রেরিয়ান-০১ টি, ইলেক্ট্রিশিয়ান-০১ টি, ড্রাইভার-০১ টি স্টোর ইনচার্জ-০১ টি।

আবেদনের নিয়ম

প্রভাষক  পদের জন্য  আবেদনকারীকে অফেরতযোগ্য পাঁচশত টাকার  এবং অন্যান্য পদের জন্য তিনশত টাকার ব্যাংক ড্রাফট অধ্যক্ষ, আইডিয়াল কলেজ, ধানমন্ডি বরাবর আবেদনপত্রের সাথে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা

আগ্রহী প্রার্থীরা আগামী ১৮ ফেব্রুয়ারি, ২০১৮ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

সূত্র: দৈনিক জনকণ্ঠ (১১ ফেব্রুয়ারি, ২০১৮)

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি