ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

৫৭ মুসলিম দেশের সৈন্য নিয়ে ‘আর্মি অব ইসলাম’ গড়ছে তুরস্ক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০১, ২৪ মার্চ ২০১৮

মুসলিম বিশ্বের দেশগুলোর জোট ইসলামী সম্মেলন সংস্থার (ওআইসি) ভুক্ত ৫৭ সদস্য রাষ্ট্রের সৈন্য নিয়ে ‘আর্মি অব ইসলাম’ নামে  বিশাল সামরিক বাহিনী গঠনের সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক। 

এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে ইসরায়েল দখল এমনকি দেশটিতে হামলা চালাতেও সক্ষমতা অর্জন করতে পারবে এই সামরিক বাহিনী। তুরস্কের স্থানীয় ভাষার দৈনিক ইয়েনি সাফাক এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

দৈনিক ইয়েনি সাফাক বলছে, ওআইসি-ভূক্ত দেশগুলোর জনসংখ্যা প্রায় ১৬৭ কোটি ৪৫ লাখ ২৬ হাজার ৯৩১ জন। এসব দেশের সক্রিয় সৈন্য  রয়েছে প্রায় ৫২ লাখ। এছাড়া ৫৭ মুসলিম দেশের সামরিক বাজেট প্রায় ১৭৪ বিলিয়ন মার্কিন ডলার।

অন্যদিকে, ইসরায়েলের মোট জনসংখ্যা প্রায় ৮০ লাখ ৪৯ হাজার ৩১৪ জন। মধ্যপ্রাচ্যের এই দেশটির সক্রিয় সেনা রয়েছে ১ লাখ ৬০ হাজার এবং বার্ষিক সামরিক বাজেট প্রায় ১৫ বিলিয়ন মার্কিন ডলার।

তুরস্কের এই দৈনিক বলছে, ওআইসির সদস্য দেশগুলো যদি এই সামরিক বাহিনী গঠনে সম্মত হয় তাহলে তা ইসরায়েলি বাহিনীর চেয়েও বেশি শক্তিশালী হবে। একই সঙ্গে ইসরায়েলে হামলা এমনকি দেশটি দখলেও নিতে পারবে এ বাহিনী।

কেআই/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি