৬ আগষ্ট : ইতিহাসের এই দিনে
প্রকাশিত : ১১:১১, ৬ আগস্ট ২০১৯ | আপডেট: ১১:১২, ৬ আগস্ট ২০১৯
আজকের দিনটি, কাল হয়ে যায় অতীত। এই প্রতিটি দিনই এক একটি ইতিহাস। আজ ৬ আগষ্ট ২০১৯, মঙ্গলবার। এক নজরে দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কি কি ঘটেছিল। কে কে জন্ম নিয়েছিলেন ও মৃত্যুবরণ করেছিলেন।
ইতিহাসের পাতায় ৬ আগষ্ট :
১৮২৫ - স্পেনের উপনিবেশ থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে ল্যাটিন আমেরিকার দেশ বলিভিয়া।
১৮৯০- নিউইয়র্কে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য সর্বপ্রথম বৈদ্যুতিক চেয়ার ব্যবহৃত হয়।
১৯১৪- রাশিয়ার বিরুদ্ধে অস্ট্রিয়া যুদ্ধ ঘোষণা করে।
১৯৪৫- জাপানের হিরোশিমায় যুক্তরাষ্ট্র বিশ্বের প্রথম পরমাণু বোমা নিক্ষেপ করে। অঞ্চলটিতে ধ্বংসলীলা দেখা যায় তখন। সেই ক্ষত হিরোশিমা বয়ে বেড়িয়েছে দীর্ঘদিন।
১৯৬২- যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীন হয় পশ্চিম ভারতীয় দ্বীপ জ্যামাইকা।
আজ যাদের জন্মতারিখ :
১৮০৯- লর্ড আলফ্রেড টেনিসন, ব্রিটিশ কবি।
১৮৮১- স্যার আলেকজান্ডার ফ্লেমিং, নোবেলজয়ী স্কটিশ জীবাণুতত্ত্ববিদ বিখ্যাত বিজ্ঞানী।
১৯৩৯- পঙ্কজ ভট্টাচার্য চট্টগ্রাম জেলায় রাউজান থানার নোয়াপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
আজ যাদের মৃত্যু হয় :
১৬৩৭- বেন জনসন, ব্রিটিশ কবি ও নাট্যকার।
১৯৪১- রবীন্দ্রনাথ ঠাকুর, বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক।
১৯৫৭- আরভিং ল্যাংম্যুয়ির, নোবেলজয়ী মার্কিন রসায়নবিদ।
১৯৫৯- ওস্তাদ মোহাম্মদ খসরু, বিখ্যাত উচ্চাঙ্গ সংগীতশিল্পী।
১৯৮১- ভূপেশ গুপ্ত, ভারতের কমিউনিস্ট নেতা।
২০০৪- বরেণ্য সাংবাদিক-সাহিত্যিক, দৈনিক সংবাদের সাবেক সিনিয়র সহকারী সম্পাদক সন্তোষ গুপ্তের মৃত্যুবার্ষিকী।
এসএ/