ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘৬ আগস্ট’-এ রাহুল-অমৃতা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১২, ২৯ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

৬ আগস্ট, হিরোশিমা ডে। দিনটি সম্পর্কে সবারই জানা আছে। ধ্বংসের দিন হিসাবে এটি বেশ পরিচিত। এই দিনটিকেই কেন্দ্র করে নির্মাণ হচ্ছে স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র ‘৬আগস্ট’। পরিচালক সব্যসাচী ভৌমিক চলচ্চিত্রটি নির্মাণ করবেন।

গল্পের মূল চরিত্রে রয়েছে রাহুল (রিতেস) এবং অমৃতা (অলিপ্রিয়া)। স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন তারা দুজন। বহুদিন সংসারের পর একসময় তাঁদের মনে হয় এবার আলাদা হওয়া দরকার। ডিভোর্স চেয়ে বসে একে অপরের থেকে। দুজনেই ভাবে হয়ত শেষ হয়ে গেছে সব কিছু।

কিন্তু কোথাও একদিন ধ্বংসস্তূপের মধ্যে থেকেও আলোর দিশা বেড়িয়ে আসে। নিজের সব জামা কাপড় ফিরিয়ে আনতে ৬ আগস্ট শ্বশুরবাড়ি যায় অলিপ্রিয়া। কিন্তু তখন চোখে পড়ে যায় তাঁদের পুরানো ভালোবাসার স্মৃতি। বিছানার চাদরে, সোফায়, এমনকি চায়ের কাপেতেও লেগে আছে ভালোবাসা। এরপর কি হয়- তাঁর উত্তর রয়েছে সব্যসাচী ভৌমিকের এই ছবিটিতে।

খুব শীঘ্রই শুরু হবে ছবির শ্যুটিং। হাওড়ার বিভিন্ন জায়গাকে বেছে নেওয়া হয়েছে লোকেশন হিসাবে। নভেম্বর মাসে ছবিটি ইউটিউবে মুক্তি পাবে বলে জানিয়েছেন পরিচালক।

সূত্র : কলকাতা টুইন্টিফোর

 

এসএ/ এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি