৬টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক
প্রকাশিত : ১৪:৪৬, ১৬ আগস্ট ২০১৬ | আপডেট: ১৪:৪৬, ১৬ আগস্ট ২০১৬
আখাউড়া-আগরতলা ডুয়েলগেজ রেলসংযোগসহ ৬টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। ৬টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৯৫ কোটি ৪৭ লাখ টাকা। পরে প্রকল্পের বিস্তারিত সাংবাদিকদের জানান পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। মন্ত্রী জনান, বাংলাদেশর আখাউড়া থেকে ভারতের ত্রিপুরা রাজ্যের মধ্যে রেললাইনটি নির্মাণ করা হবে। কাজ শেষ হবে ২০১৯ সালে। এই রেললাইনে বাংলাদেশই লাভবান হবে বলেও জানান পরিকল্পনা মন্ত্রী।
আরও পড়ুন