ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫

৬২৯ শরণার্থীকে নিয়ে স্পেনে ঢুকল তিন জাহাজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৪, ১৭ জুন ২০১৮

ভূমধ্যসাগর উপকূলে এক সপ্তাহ অপেক্ষায় থাকার পর ৬২৯ অভিবাসন প্রত্যাশীকে নিয়ে স্পেনে প্রবেশ করেছে তিনটি জাহাজ।

রোববার দেশটির ভ্যালেন্সিয়া বন্দরে অ্যাকুরিয়াসসহ শরণার্থীবাহী তিনটি জাহাজ নোঙর করে।

এরআগে গত সপ্তাহে দেশটির প্রেসিডেন্ট পেড্রো সানচেজ জাহাজ তিনটি প্রবেশের অনুমতি দেয়।

এক বিবৃতিতে তিনি বলেন, সেখানে থাকা ছয় শতাধিক শরণার্থীকে নিরাপদ আশ্রয় দিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইতালি ও মাল্টা সরকার ওই অভিবাসীদের গ্রহণ করতে অস্বীকৃতি জানানোর পর স্প্যানিশ সরকার তাদের জন্য দুয়ার খুলে দেয়।

উদ্ধার হওয়া ওই অভিবাসন প্রত্যাশীদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়ারও ঘোষণা দিয়েছে দেশটি।

গেলো সপ্তাহে লিবিয়া উপকূল থেকে ৬২৯ অভিবাসীকে উদ্ধার করার পর তাদেরকে অ্যাকুরিয়াস নামের একটি জাহাজে তুলে দেয়া হয়।

তাদের গ্রহণ করতে অস্বীকৃতি জানায় ইতালি ও মাল্টা। জাহাজে ১১ জন খুবই ছোট শিশু ও ৭ জন গর্ভবতী নারী রয়েছেন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি