ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

ভিডিও দেখুন

৬৬ বছর পর নখ কাটলেন ৮২ বছরের বৃদ্ধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৩, ১৩ জুলাই ২০১৮ | আপডেট: ০৯:২৮, ১৩ জুলাই ২০১৮

বিশ্বের দীর্ঘতম নখের মালিক ছিলেন ৮২ বছরের বৃদ্ধ শ্রীধর চিল্লাল। তার সব নখ একত্র করলে লম্বায় দাঁড়ায় ৯ মিটার। সব থেকে লম্বা নখ ছিল তার বাঁ-হাতের বুড়ো আঙুলে।

এই নখের জন্যই বিশ্ব রেকর্ড গড়েন ভারতের পুনের বাসিন্দা শ্রীধর চিল্লাল। ২০১৬ সালেই তার নাম উঠেছিল গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে। তবে নখের জন্য অনেক ভোগান্তিও পোহাতে হয়েছে তাকে। ঠিকমতো ঘুমোতে পারতেন না তিনি।

শ্রীধর চিল্লাল পেশায় ছিলেন আলোকচিত্রী। নখের জন্য সেই কাজও এক সময় তাকে বন্ধ করে দিতে হয়েছিল। পরে ক্যামেরার জন্য বিশেষ হাতল বানিয়েছিলেন, যাতে এক হাতে ছবি তুলতে পারেন।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, শ্রীধর চিল্লালের বয়স যখন ১৬ বছর ছিল তখন তিনি সর্বশেষ নখ কেটেছিলেন। দীর্ঘ ৬৬ বছর পর নখ কাটাতে পুনে থেকে নিউইয়র্কে যান তিনি।

নিউইয়র্কে একটি বিশেষ অনুষ্ঠানে কাটা হয় তার নখ। তবে তা ফেলে দেয়া হচ্ছে না। বাঁ-হাতের পাঁচটি নখই নিউইয়র্কের ‘বিলিভ ইট অর নট জাদুঘরে রাখা থাকবে।

সূত্র: আনন্দবাজার

টিআর/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি