ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

৭ জানুয়ারি ভোট দেয়ার আহ্বান ৩১ বিশিষ্ট নাগরিকের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৭, ৫ জানুয়ারি ২০২৪ | আপডেট: ১৬:০৬, ৫ জানুয়ারি ২০২৪

দেশের ৩১ জন নাগরিক এক বিবৃতিতে আগামী ৭ জানুয়ারি ২০২৪ সেচ্চায়, স্বউদ্যোগে নিজ নিজ ভোটকেন্দ্রে যেয়ে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সাংবিধানিক দায়িত্ব এবং নাগরিক অধিকার প্রয়োগের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। 

বিবৃতিতে বলা হয়, শান্তিপূর্ণ পরিবেশে, নিরপেক্ষভাবে ভোটের আয়োজন করা এবং ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনমতের সরকার প্রতিষ্ঠা ছাড়া গণতন্ত্রে আর কোন বিকল্প নেই। 

বিবৃতিতে সকল ষড়যন্ত্র, অপপ্রচার, মিথ্যাচার, ভয়ভীতি প্রদর্শনকে উপেক্ষা করে উৎসবমুখর পরিবেশে সবাইকে গণতান্ত্রিক প্রক্রিয়া এবং সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় আগামী ৭ জানুয়ারি ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানো হয়। 

বিবৃতিদাতারা হলেন সৈয়দ হাসান ইমাম, ড. অনুপম সেন, রামেন্দু মজুমদার, ডা.সারোয়ার আলী,  ফেরদৌসী মজুমদার, ড. আবুল বারকাত, অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিকী, সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল,  নাসিরুদ্দিন ইউসুফ, ম. হামিদ, গোলাম কুদ্দুছ,  ড. মুহাম্মদ সামাদ, পীযুষ বন্দোপাধ্যায়, ড. জামাল উদ্দীন, কেরামত মাওলা , সেলিনা হোসেন, সারা যাকের, শিমূল ইউসুফ, শিল্পী নিসার হোসেন, মিলন কান্তি দে, সুজেয়শ্যাম,আশরাফুল আলম, লায়লা হাসান, মিনু হক, রাইসুল ইসলাম আসাদ, শ্যামল দত্ত, আবদুস সেলিম, আহকাম উল্লাহ, অধ্যাপক নূর মোহাম্মদ তালুকদার, অধ্যাপক নিজাম উদ্দীন ভূঁইয়া, ড. নিম চন্দ্র ভৌমিক ও ডাঃ নাজহাত চৌধুরী।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি