ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

৭ দিনই হাফ ভাড়ার সুবিধা পাবেন জবি শিক্ষার্থীরা

জবি প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৩৬, ৩১ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে চলাচলকারী পাবলিক বাসে শিক্ষার্থীরা সপ্তাহের ৭ দিনই হাফ ভাড়ার সুবিধা পাবেন। এক্ষেত্রে শিক্ষার্থীরা সরকার নির্ধারিত ভাড়ার চার্ট অনুযায়ী অর্ধেক ভাড়া দিবেন। 

রোববার (৩০ অক্টোবর) বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পরিবহন মালিকদের মতবিনিময় সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসার সময় তাঁতিবাজার বা রায়সাহেব বাজার থেকে উঠলে ভাড়া না নেয়ারও সিদ্ধান্ত হয়।

সভার বাকি সিদ্ধান্তগুলো হলো- অর্ধেক ভাড়া দেয়ার সময় পরিবহন শ্রমিকদের সুবিধার্থে শিক্ষার্থীরা অবশ্যই বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড অথবা আইডি কার্ডের সফট কপি প্রদর্শন করবে; জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকায় বাহাদুর শাহ পরিবহন চলতে পারবে না এবং বিশ্ববিদ্যালয়ের গেইটে যেকোন সময় কোন গাড়ি পার্কিং করা যাবে না। 
 
এছাড়া সভায় প্রক্টর জানান, শিক্ষার্থী এবং পরিবহন শ্রমিকদের মধ্য থেকে যে কেউ কোন ধরণের হয়রানির শিকার হলে সে প্রক্টর অফিসে অভিযোগ করতে পারবেন।

উল্লেখ্য, মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, প্রক্টরিয়াল বডির সদস্যবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, শিক্ষার্থী প্রতিনিধি এবং বাস মালিকদের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি