৭ দিনেই জমির নামজারি মিলবে নবাবগঞ্জে
প্রকাশিত : ১০:১৪, ২৩ মে ২০২৩
ঢাকার নবাবগঞ্জে মাত্র ৭ দিনেই পাওয়া যাবে জমির নামজারির কাগজ। উপজেলা ভূমি অফিস নামজারি আবেদন গড়ে ৭ দিনে নিষ্পত্তি কার্যক্রম শুরু করেছে।
সোমবার ভূমিসেবা সপ্তাহের প্রথমদিন ভূমি সেবা দিতে গিয়ে এ তথ্য জানান নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুল হালিম।
নবাবগঞ্জ উপজেলা ভূমি অফিস এবং সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসে স্মার্ট ভূমি সেবা নিশ্চিত করার জন্য ভূমিসেবা সপ্তাহ পালন করে। ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে উপজেলা ভূমি অফিসের সামনে সেবাগ্রহীতাদেরকে ভূমি সংক্রান্ত সকল সেবা এবং পরামর্শ প্রদান করেন এসিল্যান্ড।
সকাল থেকেই সেবাগ্রহীতারা সেখানে ভূমি সংক্রান্ত সেবা গ্রহণের জন্য ভীড় করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আ. হালিম নিজে সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় তথ্য বা পরামর্শ প্রদান করেন। সেই সঙ্গে ভূমি সংক্রান্ত অনেক সমস্যা সমাধানও করেছেন। এত দ্রুত ভূমিসেবা পাওয়ায় খুশি সেবাগ্রহিতারা।
সেবা নিতে আসা একাধিক গ্রহিতা জানান, ভূমিসেবা সপ্তাহ পালন একটি ভাল উদ্যোগ। সারাবছরই যদি আমরা এভাবে দ্রুত সব সমাধান পেতাম তাহলে ভোগান্তিতে পড়তে হতো না। এসিল্যান্ড নিজে সঠিক পরামর্শ দেওয়ায় তারা খুশি।
উপজেলা ভূমি অফিসের পাশাপাশি ইউনিয়ন ভূমি অফিসগুলোতে ভূমিসেবা সংক্রান্ত প্ল্যাকার্ড, ড্রপডাউন ব্যানার ইত্যাদির মাধ্যমে সাধারণ মানুষকে নামজারি, মিসকেস, ভূমি উন্নয়ন কর ইত্যাদি সেবা কিভাবে ঘরে বসেই পাওয়া যায় সে সম্পর্কে সচেতন করা হচ্ছে।
এছাড়া কিভাবে ঘরে বসেই অনলাইনে নামজারি আবেদন, ভূমি উন্নয়ন কর প্রদান, ম্যাপ, খতিয়ান ইত্যাদি আবেদন করে পাওয়া যায় সে সম্পর্কে সকল তথ্য দেওয়া হয়।
নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আ. হালিম বলেন, সারাদেশে সর্বপ্রথম নবাবগঞ্জ উপজেলা ভূমি অফিস নামজারি আবেদন গড়ে ৭ দিনে নিষ্পত্তি কার্যক্রম শুরু করেছে যা বর্তমানে চলমান। তাছাড়া নামজারি, ভূমি উন্নয়ন কর শতভাগ অনলাইনে আদায় করা হচ্ছে।
সারাদেশে ২২ থেকে ২৮ মে পর্যন্ত ভূমিসেবা সপ্তাহ পালিত হবে।
এএইচ
আরও পড়ুন