ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

৭ বছর পর দেখা হবে মা ও ছেলের, আবেগঘন মুহূর্তের জন্য প্রস্তুত লন্ডন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৮, ৭ জানুয়ারি ২০২৫ | আপডেট: ১০:০০, ৭ জানুয়ারি ২০২৫

দীর্ঘ ৭ বছর পর চিকিৎসার জন্য আজ মঙ্গলবার রাত ১০টায় লন্ডনে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এ সফরে তার ছেলে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সরাসরি দেখা হবে। যা মা-সন্তানের জন্য একটি আবেগঘন মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

জানা গেছে, খালেদা জিয়াকে বরণ করতে ব্রিটেন বিএনপি ব্যাপক প্রস্তুতি নিয়েছে। এছাড়া লন্ডনে বাঙালি কমিউনিটিতে খালেদা জিয়ার আগমন উপলক্ষে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে।  তবে সব ছাপিয়ে লন্ডনের বাঙালি কমিউনিটিতে টক অব দ্য টাউন, দীর্ঘ ৭ বছর পর মা-ছেলে মিলনের আবেগঘন মুহুর্ত। 

এদিকে মঙ্গলবার কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে রাত ১০টায় লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন খালেদা জিয়া। দলের সূত্রে জানা গেছে, তার সঙ্গে চিকিৎসক, পরিবারের সদস্য ও দলের গুরুত্বপূর্ণ নেতাসহ ২৫-৩০ জন সফরসঙ্গী থাকতে পারেন।

লন্ডনে পৌঁছানোর পর খালেদা জিয়া কিছুদিন তার ছেলের সঙ্গে সময় কাটাবেন। এরপর তিনি যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স হাসপাতালে উন্নত চিকিৎসা নেবেন। সেখানে তার লিভার সিরোসিসসহ নানা শারীরিক জটিলতার চিকিৎসা হবে। ধারণা করা হচ্ছে, চিকিৎসা শেষে তিনি সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করতে পারেন।

এর আগে, ২০১৭ সালে শেষবারের মতো লন্ডনে যান খালেদা জিয়া। তখনও তারেক রহমান তাকে স্বাগত জানিয়েছিলেন। তবে এরপর দুর্নীতির মামলায় তাকে কারাবন্দি করা হয়। ২০২০ সালে শর্তসাপেক্ষে তার সাজা স্থগিত করে মুক্তি দেওয়া হলেও বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়া হয়নি।

গণআন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর এবার নির্বাহী আদেশে খালেদা জিয়া মুক্তি পান। এরপর থেকেই বিদেশে উন্নত চিকিৎসার জন্য তার প্রস্তুতি চলছিল। বর্তমানে ৭৯ বছর বয়সী এই নেত্রী হৃদরোগ, ফুসফুস, আর্থ্রাইটিসসহ নানা জটিলতায় ভুগছেন।

এই সফর বিএনপির নেতাকর্মীদের কাছে নতুন আশা জাগিয়েছে। তারা আশা করছেন, চিকিৎসা শেষে খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরে আসবেন এবং দলের নেতৃত্বে নতুন উদ্যম আনবেন।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি