ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

‘৭ মার্চের ভাষণ মুক্তিযুদ্ধোদের মাঝে টনিকের মতো কাজ করেছে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১২, ৭ মার্চ ২০২৩

যারা মুক্তিযুদ্ধকে কোন প্রস্তুতিবিহীন হঠাৎ ঘটে যাওয়া ঘটনা বলে প্রচার করে তারা আসলে মুক্তিযুদ্ধকে বিতর্কিত করতে চায় বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। 

মঙ্গলবার রাজধানির ওসমানি স্মৃতি মিলনায়তনে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, পাকিস্তানের অধীনে গোটা ২৩ বছর ছিল আন্দোলন ও প্রস্তুতির। আর ৭ মার্চের ভাষণই ছিল সেই প্রস্তুতির চূড়ান্ত ধাপ।

মুক্তিযুদ্ধের সময় এই ভাষণ মুক্তিযুদ্ধাদের মাঝে টনিকের মতো কাজ করেছে। অথচ একটি মহল এখনো এই ভাষণকে স্বীকার কওে না, এমনটি গোটা মুক্তিযুদ্ধকেই প্রশ্নবিদ্ধ করতে চায়। 

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি