৭শ’র বেশি ভূয়া আইডি খুলে প্রতারণা, অবশেষে গ্রেপ্তার
প্রকাশিত : ১৫:৪১, ২৭ জানুয়ারি ২০২৪
সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশ, রাজনৈতিক ব্যক্তি, অভিনেতা, মডেলদের নামে ভূয়া আইডি খুলে প্রতারণা চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ। গ্রেফতার আনোয়ার মূলত নারীদের সঙ্গে সখ্যতা গড়ে তুলতো বলেও জানায় পুলিশ।
মোহাম্মদ আনোয়ার হোসেন, বাড়ি গাইবান্ধার। ৫ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেন। সে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে বিভিন্ন লোকদের নামে ভূয়া আইডি খুলে প্রতারণা করে আসছিল।
তেজগাঁও থানার ওসি মোহাম্মদ মোহসীনের নামে ভুয়া আইডি খুলে নারীদের সঙ্গে প্রতারণা করে আনোয়ার হোসেন।
এ ঘটনা জানাজানি হলে তেজগাঁও থানার ওসি মোহাম্মদ মোহসীন সাইবার মামলা করলে গতকাল গাইবান্ধার স্টেশন এলাকা থেকে ভয়ংকর রোমান্স স্ক্যামারকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে কম্পিউটারের বিভিন্ন ধরনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
শনিবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিএমপির যুগ্ম কমিশনার বলেন, আনোয়ারের প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও ইউটিউব ও ফেসবুকে খুবই দক্ষ। সে ৭০০ উপরে ভূয়া আইডি খুলে প্রতারণা করত বলে জানায় পুলিশ।
সে ভূয়া আইডির মাধ্যমে চ্যাটিং করলেও কারো সঙ্গে ভিডিও কলে কথা বলত না সংবাদ সম্মেলনে জানায় পুলিশ।
এএএইচ
আরও পড়ুন