ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

৭১ আমাদের শেকড়, ২৪ আমাদের অস্তিত্ব: সারজিস আলম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৫, ৮ জানুয়ারি ২০২৫

৭১ আমাদের শেকড়, ২৪ আমাদের অস্তিত্ব বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। বুধবার (৮ জানুয়ারি)নরসিংদীতে  জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের পক্ষে জনসমর্থনের জন্য লিফলেট বিতরণকালে তিনি এমন কথা বলেন।  

সারজিস আলম বলেন, সরকারের প্রতি ২৪-এর অভ্যুত্থানের ঘোষণাপত্রকে অবশ্যই ডকুমেন্টশন করতে হবে এবং মনে রাখতে হবে ‘৭১ যেমন আমাদের শেকড়, ২৪-ও কিন্তু আমাদের অস্তিত্ব। এ অস্তিত্ব যেন আমরা ইতিহাসের অংশ হিসেবে রাখতে পারি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, খুনি হাসিনাসহ যাদের নির্দেশে এত মানুষকে খুন করা হয়েছে, রক্ত ঝরানো হয়েছে তাদের বিচারের শাস্তির কথা স্পষ্টভাবে এই ঘোষণাপত্রে থাকতে হবে।’

তিনি বলেন, ‘আমরা সকল শ্রেণিপেশার মানুষের সাথে কথা বলেছি, তারা একাত্মতা প্রকাশ করে আমাদের ৭ দফা দাবিকে যৌক্তিক বলে জানিয়েছেন। নরসিংদীর জেলখানা গেইট ছিল ২০২৪-এর ছাত্র আন্দোলনের রণক্ষেত্র। এই রণক্ষেত্রে খুনি হাসিনার নির্দেশে ছাত্রলীগ, যুবলীগের ক্যাডাররা ও পুলিশ নামক কিছু ক্যাডাররা আমাদের ছাত্র-জনতার ওপর গুলি চালিয়েছিল। এখানেই কেউ কেউ পোশাকে, কেউ পোশাক ছাড়া ও কেউ কেউ অস্ত্র নিয়ে ও অস্ত্র ছাড়া আমার নিরীহ ছাত্র-জনতার ওপর ঝাঁপিয়ে পড়েছিল।’

সারজিস আরও বলেন, ‘যে নতুন বাংলাদেশের প্রত্যাশায় এত প্রাণহানি ঘটল, সেগুলোর একটি লিখিত ঘোষণাপত্রে অবশ্যই ডকুমেন্টেশন করতে হবে। আমাদের সংগ্রামের এই ইতিহাস, ইতিহাসের একটি অংশ হয়ে লিখিতভাবে সংবিধানে ডকুমেন্টেশন থাকা উচিত। আমরা সবাই মিলে ফ্যাসিস্টবিরোধী লড়াই করেছিলাম, এ লড়াই জারি রাখব এবং ঐক্যবদ্ধভাবে যে ঘোষণাপত্র সেটি যেন মানুষের সামনে আসে সে চেষ্টা অব্যাহত থাকবে।’

এমকে/ এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি