৭৩-এ কে এস ফিরোজ
প্রকাশিত : ১৭:২২, ৭ জুলাই ২০১৭ | আপডেট: ১৭:২৮, ৭ জুলাই ২০১৭
বিশিষ্ট অভিনেতা কে এস ফিরোজ আজ ৭২ পেরিয়ে ৭৩-এ পা রাখতে যাচ্ছেন। তবে জন্মদিনে তেমন কিছুই করা হয়ে উঠছেনা তার। কারণ বেশ কিছুদিন যাবত কে এস ফিরোজ ডেঙ্গু জ্বর ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে অসুস্থ। এখন কিছুটা সুস্থ হয়ে উঠেছেন তিনি। কিন্তু তারপরও শারীরিকভাবে বেশ দুর্বল।
তার গ্রামের বাড়ি বরিশালের উজিরপুরের মশাং গ্রামে হলেও জন্ম তার ঢাকার লালবাগে। তার বাবার নাম এ জে এম সাইদুর রহমান। তবে এলাকার মানুষ তার বাবাকে উজির মিয়া নামেই চিনতেন। কে এস ফিরোজের মা রাবেয়া খাতুন। তবে তার বাবা মা দু’জনের কেউই বেঁচে নেই।
জন্মদিন এলে বাবা মাকে ভীষণ মনে পড়ে তার। নাটদ্যল ‘থিয়েটার’র সাথে সম্পৃক্ত হয়ে অভিনয়ে তার পথচলা শুরু। এই দলের হয়ে তিনি অভিনয় করেছেন ‘সাত ঘাটের কানাকড়ি’, কিংলিয়ার’ ও ‘রাক্ষসী’।
সৈয়দ মঞ্জরুল ইসলামের হুবুহু নাট্যরূপে কামাল উদ্দিন নীলুর নির্দেশনায় ‘কিংলিয়ার’ নাটকে নাম ভূমিকায় অভিনয় করে ব্যাপক প্রশংসিত হয়েছিলেন তিনি। টিভিতে তিনি প্রথম অভিনয় করেন দিলারা জামানের স্বামী শফিউজ্জামানের রচনায় ও জামান আলী খানের প্রযোজনায় ‘দীপ তবুও জ্বলে’নাটকে। এতে তার বিপরীতে ছিলেন ডলি ইব্রাহীম।
১৯৬৭ সালে কে এস ফিরোজ বাংলাদেশে সেনাবাহিনীতে কমিশন পদে চাকরি নেন। ১৯৭৭ সালে মেজর পদে চাকরি থেকে অব্যাহতি নেন। তারই আগে ১৯৭৪ সালের ১ নভেম্বর মাধবী’র সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কে এসে ফিরোজের তিন মেয়ে। তারা হচ্ছেন নাদিয়া, সাদিয়া ও রাবেয়া জাহান ফিরোজ।
কে এস ফিরোজ প্রথম ‘লাওয়ারিশ’চলচ্চিত্রে অভিনয় করেন। এরপর বহুদিন বিরতি নেন চলচ্চিত্রে। এরপর আবু সাইয়ীদের ‘শঙ্খনাদ’‘ বাশি’, মুরাদ পারভেজ’র ‘চন্দ্রগ্রহণ’, ‘বৃহন্নলা’তে অভিনয় করেন। টিভিতে তার প্রথম আলোচিত নাটক জিয়া আনসারী প্রযোজিত ‘প্রতিশ্রুতি’।
কে এস ফিরোজের পুরো নাম খন্দাকর শহীদ উদ্দিন ফিরোজ। জন্মদিন প্রসঙ্গে তিনি বলেন, আল্লাহর রহমতে এখন বেশ সুস্থ আছি, ভালো আছি। জন্মদিনের পুরোটা সময় পরিবারের সাথেই কাটবে। সবার কাছে দোয়া চাই যেন দ্রুত সুস্থ হয়ে কাজে ফিরতে পারি।’
কে এস ফিরোজ বর্তমানে সকাল আহমেদ’র ‘ফুলমহল’ এবং মনিরুজ্জামানের ‘শূণ্যতা’ নাটকে অভিনয় করছেন।
এম/ডব্লিউএন