ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

৭৫ জন নার্স নিয়োগ দিবে ঢাকা শিশু হাসপাতাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪১, ১৭ মে ২০১৭

Ekushey Television Ltd.

নার্স পদে নিয়োগের জন্য বিজ্ঞাপন প্রকাশ করেছে ঢাকা শিশু হাসপাতাল। ৭৫ জন নারী `সিনিয়র স্টাফ নার্স’ পদে চুক্তিভিত্তিক এই নিয়োগ পাবেন। ঢাকা শিশু হাসপাতালের পরিচালক স্বক্ষরিত এক নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব জানানো হয়।

যোগ্যতা

নার্সিং সায়েন্স ও মিডওয়াইফারি বিষয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা, তিন বছর মেয়াদি ডিপ্লোমা অথবা নার্সিং বিষয়ে চার বছর মেয়াদি বিএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের বাংলাদেশ নার্সিং কাউন্সিলে নিবন্ধিত হতে হবে। এ ছাড়া সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স

আবেদনকারীর বয়স হতে হবে সর্বোচ্চ ৩০ বছর। এ ছাড়া ৩০ মে, ২০১৭ পর্যন্ত মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

বেতন

জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী নিয়োগ প্রাপ্তদের বেতন হবে প্রতি মাসে ১৬ হাজার টাকা থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা পর্যন্ত।

আবেদন প্রক্রিয়া

বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিয়ম অনুসরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র আগামী ৩০ মে, ২০১৭ সকাল ৯টা থেকে দুপুর ২টার মধ্যে ডাকযোগে পাঠাতে হবে। আবেদন করার ঠিকানা ‘পরিচালক, ঢাকা শিশু হাসপাতাল, শেরে বাংলানগর, ঢাকা-১২০৭।’


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি