ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

৭৫’র পর বঙ্গবন্ধুর ভাষণ বাজাতে দেওয়া হয়নি : হানিফ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৭, ৬ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ২২:৫২, ৬ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ৭৫‘র পরবর্তী সময়ে ৭ মার্চের ভাষণ বাজাতে দেওয়া হয়নি। জামায়াত- বিএনপি মনে করেছিল, এ ভাষণ নিষিদ্ধ করার মধ্য দিয়ে আওয়ামী লীগকে কোনঠাঁসা করা সম্ভব হবে। কিন্তু ইতিহাস চাপা দিয়ে রাখা যায় না। ইতিহাস নিজ গতিতে চলে। এখনও বিএনপি এ ভাষণ নিয়ে বিরূপ মন্তব্য করে। যারা এ ভাষণ মেনে নিতে পারে না, তারা পাকিস্তানের প্রেতাত্মা হিসেবে জাতির কাছে চিহ্নিত হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ ইউনেস্কো কর্তৃক `বিশ্ব ঐতিহ্যের প্রামাণ্য দলিল` স্বীকৃতি পাওয়া উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন মাহবুব-উল আলম হানিফ। রাজধানীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সভার আয়োজন করে কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশন।

মাহবুব-উল আলম হানিফ বলেন, ১৯৭১ সালের ৭ মার্চ হঠাৎ করে হয়নি। এদেশের অল্প-শিক্ষিত, অশিক্ষিত, অসচেতন মানুষকে সচেতন করার জন্য দীর্ঘ সংগ্রাম করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

আব্রাহাম লিংকন, মার্টিন লুথার কিংয়ের বক্তৃতার তুলনা টেনে হানিফ বলেন, অন্যদের বক্তৃতায় শুধু স্বপ্ন ছিল। কিন্তু বঙ্গবন্ধুর বক্তৃতায় স্বপ্ন, পরিকল্পনা, নির্দেশনা সব ছিল। যা ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে বাস্তবায়ন পায়।

কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েসনের সাধারণ সম্পাদক দুলাল দে`র স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অভি চৌধুরী। বক্তৃতা করেন রেলমন্ত্রী মুজিবুল হক এমপি, শাহে আলম মুরাদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।

 

/ এআর /

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি