ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

৮ বছর পর এনটিভিতে মোসাদ্দেক আলী ফালু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৮, ২০ আগস্ট ২০২৪

দীর্ঘ ৮ বছর পর নিজের প্রতিষ্ঠান এনটিভিতে গেলেন মোহাম্মদ মোসাদ্দেক আলী (ফালু)। তিনি এই বেসরকারি টেলিভিশন চ্যানেলটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক।

সোমবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার কাওরান বাজার এলাকায় অবস্থিত এনটিভির প্রধান কার্যালয়ে পৌঁছান।

এ সময় তাকে ফুল দিয়ে স্বাগত জানান এনটিভির সর্বস্তরের কর্মীরা।

এনটিভির কর্মীরা জানিয়েছেন, এনটিভিতে এসে আবেগাপ্লুত হয়ে পড়েন মোহাম্মদ মোসাদ্দেক আলী। তিনি এনটিভির প্রতিটি বিভাগের কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি দেশকে স্বৈরাচারমুক্ত করার জন‍্য তরুণ প্রজন্মের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা জানান।

এ সময় উপস্থিত ছিলেন এনটিভির পরিচালক নুরুদ্দীন আহমেদ ও মো. আশফাক উদ্দিন আহমেদসহ তার পরিবারের সদস‍্যরা।

এছাড়াও এনটিভির মানবসম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান ইঞ্জিনিয়ার সুলতানা এ বানু, এনটিভির অর্থ ও হিসাব বিভাগের প্রধান গোলাম রওশন ইয়াজদানী, কোম্পানি সেক্রেটারি অমিতাভ ভৌমিক, এনটিভির হেড অব নিউজ জহিরুল আলম, এনটিভি অনলাইনের সম্পাদক খন্দকার ফকরউদ্দীন আহমেদ, বিক্রয় ও বিপণন বিভাগের প্রধান অঞ্জন কুমার কুণ্ডু, অনুষ্ঠানবিভাগের মহাব‍্যবস্থাপক আলফ্রেড খোকনসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি