ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

৮ বছরের শিশুকে আসামি : ওসিকে শোকজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৯, ১৫ আগস্ট ২০১৭

ধামরাইয়ে ইজিবাইক থেকে ১০০ টাকা করে চাঁদা আদায়কে কেন্দ্র করে ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান এবং স্থানীয় সাংসদ সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। মামলায় দেড় শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়।

এই চাঁদাবাজির মামলায় রিফাত আহম্মেদ নামের ৮ বছরের এক শিশুকে আসামি করায় ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিজাউল হককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ করেছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফসানা আবেদীন তাকে পাঁচদিনের মধ্যে জবাব দিতে আদেশ দেন।

বিচারক আদেশে বলেন, আসামির বয়স যাচাই-বাছাই ছাড়া কেন মামলা নেওয়া হয়েছে এজন্য ওসিকে জবাব দিতে হবে। রিফাত সুয়াপুর ইউনিয়নের পান্নুর মিয়ার ছেলে ও সুয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র বলে দাবি করেছেন তার পরিবার।

এ বিষয়ে ওসি রিজাউল হক দিপু গণমাধ্যমকে বলেন, যাচাই-বাছাই করার সময় ছিল না, তবে সিফাতের জায়গায় রিফাতের নাম হয়েছে। সেখানে বয়স ১৮ দেওয়া ছিল। তবে তদন্ত সাপেক্ষে যদি প্রমাণ পাওয়া যায় মামলার কোন আসামির বয়স ১৮ বছরের নিচে তাহলে তাকে চার্জশিট বাদ দেওয়া হবে।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি