ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

৮ রানে ৭ উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড গড়লেন সিয়াজরুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৮, ২৬ জুলাই ২০২৩

টি-টোয়েন্টি এক ম্যাচে সর্বোচ্চ উইকেট নেয়ায় বিশ্বরেকর্ড গড়লেন মালোয়েশিয়ার পেসার সিয়াজরুল ইদ্রুস।

এরআগে, সিয়েরা লিওনের বিপক্ষে ৫ রানে ৬ উইকেট নিয়ে রেকর্ড গড়েছিলেন নাইজেরিয়ার মিডিয়াম পেসার পিটার আহোর। 

সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে তাকেও ছাড়িয়ে গেলেন মালয়েশিয়ান পেসার ইদ্রুস। মাত্র ৮ রানেই তিনি নিয়েছেন ৭ উইকেট। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের এশিয়া বি কোয়ালিফায়ারের ম্যাচে চীনের বিপক্ষে এই ইতিহাস গড়েছেন ইদ্রুস। টি-টোয়েন্টিতে এটিই প্রথম কোনো বোলারের ৭ উইকেট অর্জন। 

কুয়ালালামপুরে হওয়া এই ম্যাচে চীনের ৭ ব্যাটারকেই বোল্ড করেছেন তিনি।

প্রথমে ব্যাটিংয়ে নেমে ১১.২ ওভারে সব উইকেট হারিয়ে মাত্র ২৩ রান সংগ্রহ করে চীন। জবাবে ৪.৫ ওভারে ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয় মালয়েশিয়া।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি