ঢাকা, সোমবার   ২৭ জানুয়ারি ২০২৫

৮০ কোটি রুপি হাঁকাচ্ছেন প্রভাস!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৭, ১৪ জুন ২০১৭ | আপডেট: ১৪:৪৩, ২২ জুন ২০১৭

বাহুবলী সিরিজের সিনেমা দিয়ে আলোচনায় আসা প্রভাসকে নিয়ে এখন বলিউডের পরিচালকদের মধ্যে  এক রকম কাড়াকাড়িই চলছে। বিশেষ করে ‘বাহুবলী’ সিনেমার দ্বিতীয় ও শেষ সিক্যুয়েল ‘বাহুবলী: দ্য কনক্লুশন’ ভারতের চলচ্চিত্র ইতিহাসের সব রেকর্ড ভেঙে দেওয়ার পর এই ছবির মূল অভিনেতা প্রভাসের জনপ্রিয়তাও যেন আকাশ ছুঁয়েছে। তো এখন সুযোগ বুঝে তিনিও নিজের দাম বাড়িয়ে দিয়েছেন। তবে এতটাই বাড়িয়েছেন, যা বলিউডের ‘খানদের’ পারিশ্রমিকের চেয়েও অনেক বেশি।

গুঞ্জন রয়েছে, বলিউডের জনপ্রিয় নির্মাতা করণ জোহর প্রভাসকে নিয়ে একটি ছবি বানাতে চান। আবার ‘গোলমাল’ সিরিজ খ্যাত নির্মাতা রোহিত শেঠিও এই তারকাকে তাঁর পরবর্তী অ্যাকশন সিনেমায় নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। কিন্তু সে আশায় গুড়ে বালি। কারণ, প্রভাস প্রতিটি সিনেমার সাইনিং মানিই হাঁকিয়েছেন ৮০ কোটি রুপি! কথাটি যদি সত্যি হয়, তাহলে বলতে হবে, এটা একটু বাড়াবাড়ি বটে! যেখানে রোহিতের সেই ছবির আরেক অভিনেতা হার্টথ্রুব সালমান খানও একটি ছবির জন্য এত পারিশ্রমিক দাবি করেন না। কিন্তু সময় এখন আসলেই ভালো যাচ্ছে প্রভাসের। তাই তাঁকে ছবিতে নিতে চাইলে একটু বেশি টাকা তো প্রযোজকদের গুনতেই হবে। সূত্র: বলিউড বাবল।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি